যখন যা ইচ্ছা তাই করি।
১মে/২০১০......
কত সুন্দর স্বপ্নের মত কাটছিল দিনগুলো।কলম খেলা,ছিকা মারা,বোতল দিয়ে ফুটবল খেলা,কলম খেলে স্যার এর হাতে ধরা পড়ে ৫০০বার কান ধরে উঠবস করায় Champion হওয়ার দিনগুলো।সেই হাসান,বাপ্পী,রুসাব,রবিনদের সাথে এক একটি স্বপ্নের মত ক্রিকেটময় বিকেল...আজ সবই স্মৃতি......
বহুদিন পর আজ আবার আমি কুরিয়ে পেলাম আমার হারিয়ে যাওয়া ৭বছরের মুগ্ধতার সেই দিনগুলি...ব্যস্তময় বর্তমান হতে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে আমরা আজ মিলিত হই ছোটবেলার বন্ধুরা। সেই আগের অতিপরিচিত মুখগুলি...সময়ের খরস্রোত কিংবা বাস্তবতার নিষ্ঠুর কষাঘাত কোনটাই পারেনি ওদের মুখবয়বে সামান্যতম পরিবর্তন আনতে।সারাদিন হাসাহাসি,গান,অতীত স্মৃতিবিলাষ আর কাধে কাধ মিলিয়ে কিছু সময় হাটা......
তারপর........যে যার পথে।চাপা কয়েকটি দীর্ঘশ্বাসকে সঙ্গী করে আবার ফিরলাম প্রতিদিনের গতধারা বাস্তবতায়।আবার হয়তো কোনো এক শেষ বিকেলের অস্তায়মান সূর্যের শেষ আলোকে দেখা হয়ে যাবে.....ফেলে আসা দিনগুলি নিয়ে হয়তো সেদিনও কাটাবো কিছুক্ষণ....এভাবেই হয়তো জীবন চলে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।