আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িয়ে পাওয়া বন্ধুত্ব

জীবন যেখানে যেমন

E-mail: কুড়িয়ে পাওয়া বন্ধুত্ব রাসেল কান্তি পাল এতদিন যেখানে অমাবশ্যা ছিল বন্ধুত্বের বিষ মাখা বিষাদ ছিল কালো মেঘে আকাশটা ঢাকা ছিল নীল তিমির তান্ডবে পুরো সাগরটা স্তব্দ ছিল সেখানে হঠাৎ করে চাঁদ জেগেছে বন্ধুত্বের সাধ জেগেছে। কালো মেঘ সরে গিয়ে আকাশে সুর্য উঠেছে আর সাগরটা প্রাণ ফিরে পেয়েছে। হঠাৎ করে যেন সব বদলে যাওয়া দক্ষিণা বাতাসে বসন্তের হাওয়া কিন্তু কেবলই যে ভয় হয় যদি সব ভুল হয়ে নীরবে পড়ে রয়। তখন হিম হয়ে আসে শরীরের সব রক্ত যদি আবার সেই ঘোর অমাবশ্যা আমাকে ঘিরে ধরে বন্ধুত্বের প্রলোভনে কখনো শত্রুতার তীর ছুড়ে দেয় আকাশটা তার বর্ণ হারিয়ে আবার অন্ধকার হয়ে যায় সাগরের সব প্রাণীগুলো যদি আবার হিংস্র হয়ে যায় না না আমি আর ভাবতে পারছি না আমি তা সইতে পারবো না। বন্ধুরা আমার কবিতা কেমন লাগলো জানিও কিন্তু, ভুলে যেও না জানাতে,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।