আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িয়ে বাড়িয়ে ১০টি ঝিনুক

আমি যেন এক মেঘ হরকরা

১. মানুষ কতটা পারে মায়াপাশ ফেলে দূরত্বে এগিয়ে যেতে? বাঁশি ছেড়ে দূরে কিছুকাল সুর ঘোরে বিবাগী বাতাসে তারপর প্রতিধ্বনি হয়ে ফেরে ঘরে। ২. স্তব্ধ পাহাড়ের আছে একান্ত স্বরব্যঞ্জন, অরণ্য ও সমুদ্র থাকে ইঙ্গিতে আনতা; মানুষের বর্ণমালা আছে, জানে না কখন ভাষায় ফোটাতে হবে হৃদয়জ কিছু কথা। ৩. কী যে উদ্দেশ্যহীনতায় দিনরাত্রির ভিত কাঁপিয়ে সময় ছোটে আলস্যের নীল বাঁকে! আজ আর কিছু নেই, শুধু তোমার সঙ্গীত অলস মস্তিস্কে একমাত্র ক্রিয়াশীল থাকে। ৪. আলোও অসহ্য লাগে, ইচ্ছাপূরনের ভঙ্গিতে তোমার ছায়া নামে দেখি ফেনিল মচ্ছবে। হল্লায় আনন্দ নেই,কানের পীড়া বাড়ে সঙ্গীতে সাক্ষাৎ নয়, সান্নিধ্য চাই : কবে দেখা হবে? ৫. অকারণ শাসন কেন নিজেকে আর হাঁটবেই যদি তুমি আকাঙ্খার লনে! দ্বিধার অগ্ন্যুৎসব করে একবার সমর্পিতা হও; নিবৃত্তি নেই পলায়নে। ৬. কিছু গহীন কথা বলবে বলে আঁকড়ে ধরেছিলে আমি শুনেছিলাম ইন্দ্রিয়াতীত বলোনি যা ঠোঁটে শোনো কথারা নয় রসিক সুজন অসময়ে ফোটে ‘কাল রাতের বেলা গান এল’ যে তখন তুমি ছিলে? ৭. পলক পড়ে যায় তাকানো অসম্ভব দীর্ঘজীবি হোক প্রেম নিভৃত বিপ্লব কেঁপে ওঠা ঠোঁটে অবাক আমন্ত্রণ রোমাঞ্চউদ্যান দ্যাখে বিস্ময় বিনিময় ৮. ‘জল স্থল আকাশের দুর্বোধ সংকেত’ মগজে মননে বেজে ওঠে অবশেষে, রবিশস্যে ভরে যায় হৃদয়ের ক্ষেত সমূহ বিষন্নতা দুর্দান্ত হেসে ওঠে। ৯. কাতর হয়েছি প্রেমে আর অল্প শোকে অতএব কাছে ফেলে সোনামনিহীরে অগণন øেহ দাগে ভরে দেব তোকে বুনে দেব আমাকেই সমস্ত শরীরে ১০. সময়-ভেষজের নিরাময় প্রলেপে চোখ থেকে মুছে যায় আহত বিস্ময়। সামাজিকতার চতুরঙ্গে মেপে মেপে ফেলি চাল, জীবনতো অভিনয়ময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।