আমি আজ এসেছি এইখানে..মানব হয়ে
কিছু টুকরো টাকরা স্মৃতি, নিউরোনে ঘাপটি মেরে লুকিয়ে ছিলো। বেশ তো চলছিলো প্রাত্যহিক কর্ম কোলাহল। তারুণ্যের উন্মাদনা আর অস্থিরতায় ভরে ছিলো মন। হঠাৎ কাল মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়। আমি অন্য মানুষ হয়ে যেতে থাকি।
যাপিত অতীত অকস্মাৎ টান দেয় নাড়ীর সুতো ধরে, প্রানপণে আঁকড়ে ধরি বর্তমানের খড়কুটো। চিৎকার করে বলি ছেড়ে দাও আমায়। কিন্তু নিজের কাছ থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? দরজা খুলে হারিয়ে যাই, যেতে থাকি অন্ধকারে নিজেকে হারিয়ে; খুঁজে ফিরি। কখন যেনো দুচোখ ঝাপসা হয়ে ভারী হয়ে এলো। ক্রমাগত বর্ষনে চিবুক গাল ছুঁয়ে অশ্রু বুক দখল করে নিলো।
কি অদ্ভুত বেদনা; এত কষ্ট কোথায় ছিলো এতদিন নীরবে নিভৃতে? কেনো দুঃখ, কেনো কান্না? এটাই কি সিদ্ধার্থের গৃহত্যাগী লগন? সব মানুষের ভেতরে কি একদিন বুদ্ধের মত গৃহত্যাগী হবার বাসনা জাগে? কিন্তু সবাই কি আর বুদ্ধ হতে পারে? বুদ্ধের বোধ লক্ষ বছরের মানবীয় জিজ্ঞাসা বই আর কিছুতো নয়। তাই সব মানুষের জীবনেই আসে একবার এই গৃহত্যাগী লগন। শেষ রাতে বৃষ্টির ছাঁটে ঘোর কেটে যায় হঠাৎ; নিজেকে আবিষ্কার করি খোলা প্রান্তরে...একা। আকাশ পানে মুখ করে শুয়ে আছি স্থির। একগুচ্ছ মেঘ কাঁদছে উপরে।
এত অশ্রু, এত কষ্ট! ও মেঘ তুমিও কি আমার মত বড্ড কষ্টে বেঁচে থাকা কেউ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।