আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যের চাকুরী, এবং আমরা বাংলাদেশী



আমরা যারা পড়াশুনা করে চাকরির আশায় ঘুরছি, কিন্তু মনমত হচ্ছে না, মধ্যপ্রাচ্যে পেতেপারেন আপনার সেই কাঙ্খিত সোনার হরিন। ভাল চাকুরি নিয়ে যেতে পারেন আমিরাত, কাতার, ওমান সহ আরো অন্যান্ন দেশে। গ্রাজুয়েশন অথবা ইন্টিারমিডিয়েট পাশ করেও পেতে পারে ৫০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা বেতনের চাকুরি। শুধু দরকার সিদ্ধান্ত ও পরিশ্রম করার মানুসিকতা। মধ্যপাচ্যে আমার বাস্তুব অভিজ্ঞতা থেকে বলছি।

অনেক বাংলাদেশী আছে এখানে, কিন্তু যোগ্যতা সম্পন্নদের আনেক অনেক অভাব। এখানকার স্থানীয় কোম্পানি ও এখানে কাজ পরিচালনা করা বিদেশী কোম্পানিতে বাংলাদেশী যোগ্যতা সম্পন্ন লোকের অনেক চাহিদা। অনেক ভাল বেতন ও দেয় তারা। আর যোগ্যতা বলতে আপনাকে ডাক্তার ইঞ্জনিয়ার হতে হবে তা না। আপনি হতে পারেন একজন অটক্যাট আপারেটর, হতে পারেন কম্পিউটার আপারেটর, মানি এক্সেন্জ ক্লার্ক, ব্যাংক ক্লার্ক, ডকুমেন্ট কন্ট্রোলার, লেবার কন্ট্রোলার, এ্যাডমিন সহকারি, টাইম কিপার, মেটারিয়াল কন্ট্রোলার, এই পদগুলির জন্য বিশেষ কোনা যোগ্যতা লাগে না।

শুধু চোখ কান খেলা রেখে এগুলেই হয়। বাকিটা আপনাকে শিখিয়ে নেবে। আর এই ট্রেড গুলোতে আপনি পেতে পারেন ৫০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা, এবং আপনার সব খরচ কোম্পানি বহন করেবে। পাবেন চাকুরী সেশে আনেক বড় অঙ্কের সম্মানী। এছাড়া হতে পারেন একজন ওয়েল্ডার, পাইপ ফিটার, স্পুল কন্ট্রোলার, মেসন, ড্রাইভার, সেলস ম্যান, এই ড্রেড গুলো আবশ্য আপনাকে যানা থাকতে হবে।

আপনি শিখে নিতে পারেন বাংলদেশ থেকেই। একজন ওয়েল্ডার এর বেতন হয় প্রতি ঘন্টায় ৩ ডলার থেকে ৮ ডলার আবার সাথে থাকে বোনাস, টার্গেট বোনাস। আমি যদি তুলনা করি তহলে এমন হয়, একজন ওয়েল্ডার মাসে প্রায় ১,০০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা উপার্যন করে। যা আমাদের আনেক সরকারী চাকুরিজীবিরা ১ বৎসরেও পারবেনা। হয়তো বলবেন তারা চাকুরী সেশে মোটা সম্মানি পায়, হ্য একজন ওয়েল্ডার একটানা কোন কম্পানিতে ২ বৎসর চাকুরী করে সে ও এর ছেয়ে অনেক বেশি সম্মানি পাবে।

কিন্তু আমার দেশ থেকে বেশির ভাগ কারা আশে জানেন ? যারা নিরক্ষর, যারা অজ্ঞ, যারা প্রাথমিকের গন্ডিও পেরোইনি। না জানে কোন ট্যাকনিক্যল কাজ, না জানে কোন অফিসিয়াল কাজ। ফলে হতে হয় একেবারেই সাধারন শ্রমিক। পড়তে হয় নানান রকম অসুবিধায়। একসময় আবার কেউ কেউ জড়িয়ে পড়ে নানান অপরাধ মূলক কাজে।

নষ্ট হয় দেশের ভাবমূর্তি। উদহার স্বরুপ, আমাদের এখানকার প্রজেক্টে প্রায় ১০,০০০ বাংলাদেশী রয়েছে, এর মধ্যে প্রায় ৫০ জন আছে ভিভিন্ন ট্রেডে। বাকিরা সাধারন শ্রমিক। কিন্তু আমরা যদি অন্য ন্যাশনালিটির দিকে তাকাই তাহলে দেখি তারা সবাই কোনা না কোন ট্রেড নিয়ে এসছে। অনেক ভাল বেতন পাচ্ছে।

আমার দেশের শিক্ষিতদের মধ্যে এখনো বিদেশে গিয়ে কাজ করার মানুষিকতা হয়ে উঠে না। আমি বলবো আসুন সব কিছু ঠিক থাকলে বিদেশে ৫ বৎসরে যা করবেন, বাংলাদেশে সারাজীবন চাকুরি করেও হয়তো করতে পারবেন না। সারা জীবন পেটেভাতে না থেকে পরিবার তখা নিজের জন্য ভাল কিছু করি। আমাদের অচরনের জন্য যদিও এখন অনেক দেশে ভিসা বন্ধ, তার পরেও অনেক দেশ আছে জব ভিসা পাওয়া যায়। আর আপনাকে তা পেতে হলে দালাল না ধরে সরাসরি যোগাযোগ করুন বাংলাদেশের শির্ষস্থানীয় ট্রাভেল এজেন্ট দের সাথে।

মনে রাখবে ভাল চাকুরিতে পেতে বেশি টাকা লাগে না, সব মিলিয়ে ৫০,০০০/- খেকে ১,০০,০০০/- এর বেশি হলেই বুঝবেন দালালের খপ্পর। আপনাকে হয়তো আপনার পদ অনুযায়ী ইন্টারভিউ দিতে হবে। ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.