আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যের জনতার ঘুম ভাঙতে ৩০/৪০ বছর লাগে ......হে..হে.হে

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

সম্প্রতি আরব বিশ্ব একে একে বিক্ষোভে উত্তাল হচ্ছে গনতন্ত্ররে দাবীতে । মিশরের মুবারক লিবিয়ার গাদ্দাফী যথাক্রমে ৩ ও ৪ দশক ধরে ক্ষমতা আকড়ে ধরে ধনবান হয়েছনে । সৌদি রাজপরিবার আতঙ্কে আছে । কিন্তু নতুন প্রজন্ম এই নিয়ম আর মেনে নিতে পারছেন না । যেমন আমরাও সামরিক শাসক এরশাদকে মেনে নিতে পারিনি ।

১৯৭১ এ পরাধীনতার নাগপাশ থেকে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি । ৫২'র ভাষা আন্দোলন.......সবকিছুতে এগিয়ে রয়েছি । তারপরও বাঙা্লী হিসেবে তেমন কিছু করতে পারিনি । অনকে কবি বিদগ্ধগণ বাঙালীত্ব নিয়ে উপহাস-বিদ্রুপ রচনা করেছেন যুগে যুগে। আরবীয় জনগণ যা করতে ৩০/৪০ বছর লাগে তা আমরা ৫/১০ বছরে অর্জন করতে পারি ।

এদিক দিয়ে অবশ্য আমরা এগিয়ে । পিছিয়ে গেছি শুধু আমাদের তথাকথিত দেশপ্রেমিক রাজনীতিবিদগনের (রাজনীতি নিয়ে জীবিকা নির্বাহ কারী গণ) দেশ সেবায় । সম্প্রতি ফেসবুকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি ...১৮-৩৫ বছর বয়সীদের প্রোফাইলে দেয়া আছে তারা রাজনীতি কে ঘেন্না করে । তাই সাবধান হওয়া দরকার সকল রাজনীতিবিদগণরে যতই দ্রুত চরিত্র সংশোধন করা যায় ততই মঙ্গল ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.