যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। জীবন রবি অস্ত পথে।
কতকিছু দেখল জীবন
পথে চলতে,চলতে।
সবই কি আর জীবনের মনে আছে,
ভোলেই তু আছে জীবন-জীবনকে,
বুঝি ভোলায় জীবনের পথ চলা।
জীবন যখন ছিল শিশু,ছিল
তার আদর,ভালবাসা কত।
জীবন যখন বালক হলো,বালিকা
আসে বান্ধবী হয়ে,সেই
বালিকার যখন বিয়ে হয়,
জীবন কাঁদে সংগোপনে।
জীবন যখন পা রাখে যৌবনে
মেয়েরা আসে এক,এক করে প্রেম নিয়ে।
প্র্রেম পেয়ে জীবন নাচে উল্লাসে
তখন স্বর্গ আসিয়া বাধে বাসা
সেই জীবনের অন্তরে।
যখন জীবন তরী বয়ে
চলে স্বর্গ পথে,তখনই
তার সঙ্গণী চলে যায় অন্য
জীবনের দোয়ারে,সেই
জীবন রয় পরে হাবিয়া দোযখে।
সেই সঙ্গিণীর বিরহে সেই জীবন
খুঁজিয়া বেড়ায় তার সঙ্গণীকে,
খুঁজিয়া পায় সেই জীবন স্রষ্টাকে
সকল জীবের অন্তরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।