আমাদের কথা খুঁজে নিন

   

জীবের অপর নাম ভালবাসা (শেষ)

চোখকে বিশ্বাস করাও কঠিন............ মানুষের জীবনট যে আসলে কতটা রূপ বদলায় তা কেউ চোখে না দেখে বুঝতে পারবে না । ভেবেছিলাম ভালবাসা মনে হয় মানষকে পুরোপুরি বদলে দেয়। আসলে নিজের চোখ থেকে সব কিছু না দেখে আগাম বলা উচিত না। সেটা সব থেকে প্রমান পাওয়া যায়। যাই হোক কথা না বারিয়ে মূল ঘটনায় আসি...... ভালই চলছিল আমার বন্ধুর জীবন।

দুই মাস বিয়ের পর অতিবাহিত হল (যারা আগের অংশ পড়েননি তারা আগেরটা দয়া করে পড়ে নিন তা না হলে কিছুই বুঝতে পারবেন না। ) কিন্তু কপাল বলে তো একটা কথা আছে। আপনারা তো জানেনই আমার বন্ধুর সাথে কী হয়েছিল। সেদিন এর পর থেকে ওর মুখের চেহারা একেবারেই নষ্ট হয়েগিয়েছিল। ও আগে যেমন অনেক সুন্দর দেখতে ছিল এখন আর তেমন সুন্দর না।

তারপরও আইরিন ওকে বিয়ে করেছে শুনে আমার খুব ভাল লেগেছিল। কিন্তু............ দুই মাস পরে যা শুনলাম তা আমি কখনও কল্পনাও করিনি। ওদের নাকি তালাক হয়ে গেছে। আমি খবরটা শুনে তো পুরো থ খেয়ে গেছি। কীভাবে এটা সম্ভব? আমি খবরটা শুনার পরও নিজের কান কে যেন বিশ্বাস করতে পারিনি।

তারপর আসল ঘটনাটা অবশ্য জানতে পেরেছি। অইরিন নাকি সাম্যকে বলেছে যে ওর চেহারা নাকি আর ভাল লাগে না ওর কাছে। এই কথাটা শুনেও আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা কী করে হয়। যার জন্য নিজের জীবনের মায়া না করে ট্রেনের সাথে ধাক্কা খেল।

মরণের সাথে যুদ্ধ করে ফিরে আসল সেই নাকি তাকে বলেছে তার চেহারা তার পছন্দ নয়। আপনারাই বলুন এই কথাটা কী বিশ্বাস করার মত। তারপরেই ওদের তালাক হয়ে যায়। এটাই কি ভালবাসার আসল পরিণাম। নাকি বিধাতার লীলাখেলা,নাকি দোষারূপ করব সেই মেয়েটিকে যে আমার এত ভাল একটা বন্ধুর সাথে এমন করল।

আমার বন্ধুটি এখনও ওকে পাগলের মত ভালবাসে। জানিনা ওর কপালে কি আছে???? আপনারা সবাই ওর জন্য দো্য়া করবেন। এই মনে হয় সত্যিকারের ভালবাসা যা কখনও নষ্ট হয় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.