“ সমস্ত জীবের অগ্রগামী গাছ, সূর্যের দিকে জোড় হাত তুলে বলেছে, ‘ আমি থাকব, আমি বাঁচব,আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন
প্রাণের বিকাশতীর্থে যাত্রা করব রৌদ্রে-বাদলে, দিনে রাত্রে।’ গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বতে প্রান্তরে , তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে উঠছে - ‘আমি থাকব,আমি থাকব।’ বিশ্বপ্রানের মূক ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দ্যুলোককে দোহন করে ; পৃথিবীর অমৃতভান্ডারের জন্যে প্রাণের তেজ,প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে; আর উৎকন্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে,’আমি থাকব’।”
বলাই ।
রবীন্দ্রনাথ ঠাকুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।