আমার হাতটা ধর নিরন্তর রক্ত ঝরে হৃদয়ে মোর সারাক্ষণ অনুভব করি আমি, করি না ক্রন্দন। আমার এমনই জন চাই যে বুকের আগল খুলে আমায় দেবে সেথায় ঠাঁই আমার এমনই জন চাই যার পরশে আধার মুছে আলোর সন্ধান পাই। হৃদয় আমার এমন হবে মান-মলিনতা নাই। নিরন্তর রক্ত ঝরে হৃদয়ে মোর সারাক্ষণ অনুভব করি আমি, করি না ক্রন্দন। সবাই আমায় করে হেলা, বাচা অর্থহীন কেউ কি একটু ভাববে আমায় করে নিজেকে বিলীন বুঝবে কি কেউ আমার ভাষা, পাষাণ-কথা হৃদয়ে গহীন। নিরন্তর রক্ত ঝরে হৃদয়ে মোর সারাক্ষণ অনুভব করি আমি, করি না ক্রন্দন। একা আমি রইলাম একা এলো নাতো কেউ মুছে দিতে চোখের পানি, ওঠে যখন ঢেউ এই বুকের মাঝে, কর নাকো হেলা, হাতটা ধর কেউ। নিরন্তর রক্ত ঝরে হৃদয়ে মোর সারাক্ষণ অনুভব করি আমি, করি না ক্রন্দন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।