এরচে' বুঝি আকাশ ছোঁয়া সহজ, আকাশ থেকে মেঘে লাফিয়ে পড়া, মেঘ থেকে বৃষ্টি হওয়া সহজ, বৃষ্টি হয়ে চোখে ঝাঁপিয়ে পড়া। তাই চোখেতে বৃষ্টিপাতের ঝরা, আমার হয়না তোমার হাতটা ধরা।। এরচে' বুঝি পাহাড় হওয়া সহজ, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া, পাথর ভেঙে নুড়ি হওয়া সহজ, নুড়ি হয়ে বুকে ছড়িয়ে পড়া। তাই বুকেতে নুড়ি-পাথর ভরা, আমার হয়না তোমার হাতটা ধরা।। এরচে' বুঝি সাগর হওয়া সহজ, সাগর থেকে নদে গড়িয়ে পড়া, নদ থেকে হাওড় হওয়া সহজ, হাওড় হয়ে বানে ছাপিয়ে পড়া। বানে ভেসে নতুন স্বপন গড়া, আমার হয়না তোমার হাতটা ধরা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।