পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ বৃদ্ধ বড় হুজুরের ছেলের ঘরের নাতি শহড় থেকে আসিয়াছে। চলনে বলনে চটপপটে হওয়ায় দাদার আদর খুব ভাল ভাবেই পাইয়া থাকে। নাতিও দাদার সাথে এই তর্ক সেই তর্ক নিয়ে বেশ মজা করিয়া থাকে।
- নাতি বড় কৌতুহল নিয়ে জিজ্ঞাসিল, দাদা তুমি সবসময় বলো পৃথিবির সবকিছুই কুরআন রিসার্স করে বানানো হয় তা হলে আইফোন কুরআনের কোন আয়াত গবেষনা করে বানানো হইয়াছে..?
দাদা জিজ্ঞাসিল আইফুন কি জিনিস...? নাতি বলিল শহড়ে বড়লোকেরা ব্যবহার করিয়া থাকে।
দাদা বলিল, ও... ওটায় এ্যলকোহল থাকে, ওটা ব্যবহার করা হারাম। নাতি বলিল,দাদা,, এ্যলকোহল তো থাকে পারফিউম এ। দাদা আবার শুধাল: পারফিউম কি জিনিসরে নাতি...? দাদা, ঐযে, যেটায় অনেক গন্ধ থাকে... দাদা বলিয়া উঠিল,,, ও, হ্যা, ঐটা খাইলে মানুষ মাতাল হৈয়া যায়। ঐটা খাওয়া সরাসরি কুরআনে নিষেধ আছে। নাতি বলিল, দাদা: ঐটাতো মদ।
মদ খাইলে মানুষ মাতাল হৈয়া যায়। আর পারফিউম লাগাইলে সুন্দর ঘ্রান আসে। কিন্তু পারফিউমে হালকা এ্যলকোহল থাকে কিন্তু মানুষ ঐটা খায় না। দাদা শুধাল: তাহলে আইফোন কোন জিনসরে বাছা...? দাদা, আইফোন হলো তোমার এই মোবাইলের মতোই মোবাইল কিন্তু অনেক অনেক দামি। দাদা বলিল, ঐটা ব্যাবহারকরা হারাম।
কেন দাদা? কারন ঐটা অনেক দামি। মানে অপচয়। আর অপচয় হারাম।
ও পৃষ্ঠায়:
- মহাশয় আবুলকে ডাকিয়া করা ভাষায় বলিল:
আবুল, তুমি আজ কাল পুলাপানদের সাথে এত কি করো? তুমি দেখি সবসময় তাদের সাথেই কথা বল, আড্ডা দাও। টেলিভিষনেও দেখি তাদের নিয়ে কথা বল।
ব্যাপারটা কি??
আবুল শুধাল: জাহাপনা অপরাধ মার্জনা করিবেন। আপনি যাদের পুলাপান বলছেন তারা দেখিতে পুলাপান হইলেও তারা সবাই একেকটা হস্তি। তারা আর দশটা সাধারনদের মত নয়।
মহাশয় শুধালেন,, তারা কি করে? আবুল বলিল তারা মুক্ত চিন্তা চর্চা করে। মুক্ত কথা বলে।
তারা স্বাধীন। যা মনে চায় তাই বলে, তাই লিখে। তাই করে।
মহাশয়া জিজ্ঞাসিলেন: তাদের সংখ্যায় কত। তাদের পাওয়ার কি?
আবুল হৈ হৈ করিয়া বলিয়া উঠিলে তাদের সংখ্যা অগনিত, মিনিটে মিনটে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তাদের শক্তি সামর্থেরও অভাব নাই। বিশ্বজোড়া নেটওয়ার্ক তাদের। তাদের গায়ে কেহ ফুলের টোকা দিলে সারা বিশ্ব কেপে উঠে।
মহাশয়: তাদেরকে আমাদের দলের হয়ে কাজ করানো কি সম্ভব নয়?
আবুল মুচকি হেসে বললো: সম্ভব। সবাইকে সম্ভব না হলেও অনেককে সম্ভব।
আর সেই আলাপ ই তো এতদিন আমি তাদের সাথে করে আসছিলাম।
মহাশয়: তাহলে তুমি সব ব্যাবস্থা কর। আমার কি করতে হবে তুমি শুধু সেটা বল।
আবুল: কিছু করতে হবে হবে না। শুধু হালকা খাবার পানির ব্যাবস্থা করতে হবে আর একটা দায়িত্ন নিতে হবে।
মহাশয়: কি দায়িত্ব?
আবুল: ছেলেগুলোকে নিজের সন্তানের মত রাখিতে হবে। কখনো তাদের উপর কোন ঝামেলা আসা যাবে না।
মহাশয়; মাথা উপরে নিচে ঝাকিয়ে: তবে গেম শুরু হোক। গেম শুরু হৈয়া গেল। কিছু পিপরা পেছন পেছন সারিবদ্ধভাবে ছুটিতে লাগিল।
------------------------------------------
আলেমদের মধ্যে ইসলামের সঠিক ব্যাখ্যাদানকারির অভাব, মুক্তচিন্তাবিদদের বল্গাহিনতা আর সরকারপ্রধানদের মধ্যে ক্ষমতার লোভ লালসাই আজকের সমাজের বিসৃঙ্খলার জন্য দায়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।