আমাদের কথা খুঁজে নিন

   

বহুরুপী বাংলাদেশ

মৌলিক অধিকার গুলো আজো আমাদের কাছে গনিকালয়ের অন্ধকার ঘরের তেল চিটচিটে বালিশে শুয়ে থাকা ষোড়শী নারী।ইচ্ছে হলেই গনতন্ত্রের দোহাই দিয়ে এদেশের সরকার ব্যবস্থা যখন খুশি তখন সেগুলোর সাথে পারস্পরিক সর্ম্পকে জড়িয়ে পরে। আমার দেশে সকাল বেলায় শীত ভরা রোদের খেলায় ফুটন্ত সব ফুলের বুকে প্রজাপতি উড়ে বেড়ায় আমার দেশের দুপুর বেলায় খা,খা রোদে হায় কৃষকরা সব কষ্ট করে মাঠে ফসল ফলায় আমার দেশের বিকেল বেলায় রাখাল বাঁশি বাজায় রে মাঝির মুখের মিষ্টি সুরে আমার এ প্রাণ জুড়ায় রে। দিন গড়িয়ে আবার যখন রাতটি ফিরে আসে রে তখন আমার বাংলাদেশ আর এক রুপে সাজে রে এ দেশেরি মত দেশ আরটি কোথাও পাবে না তাইতো আমার প্রার্থনা ওই বিধাতারি কাছে রে মরেও যেন আবার ফিরি আমার সোনার দেশে রে। >>জোবায়ের নিয়ন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.