কে তুমি সুনয়না, কি নাম তোমার?
অনেক মিষ্টি তুমি, আর খুব মায়াময়,
আমার বিশ্বাস।
তোমার চোখে হারিয়ে যাই আমি,
আবার খুঁজে পাই তোমারই মাঝে।
কে তুমি সুবেশিনী, কোথায় তোমার দেশ?
তুমি অপ্সরী, তুমি দেবী
তুমিই আমার শেষ।
তোমায় আমি চাই যে পেতে,
শুধু আমারই করে।
তোমার জন্য জীবন বাজী,
নেই কেই তোমার পরে।
শুধু.......
শুধু আমার গ্রহন করো আর হয়ে যাও আমার।
আমি তোমারই থাকবো চিরকাল
সব অধিকার তোমার।
শোন কন্যা মিনতি আমার
যেওনা আমায় ছেড়ে।
তুমি আমার প্রথম ও শেষ
বলছি শপথ করে।
আর তার পর....
তুমি আমায় চিনতে পাবে
নেই কোন ভুল আমার মাঝে
আমি এমনই ছিলাম আছি....
আর হয়তো
থাকবো চিরকাল।
সামনে নতুন সকাল।
তারপর......
তারপর তো আর তুমি দেবী নও....
আর নও কোন অপ্সরী.....
তুমি......
নারী,
অবিকল সাধারণ গোছের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।