আমাদের কথা খুঁজে নিন

   

বহুরুপী প্রেমী

বহুরুপী প্রেমী রূপের পাহাড় তোমার রূপে অধীর আমি আজ বাধনহারার । যত ছুটেছি তোমার পানে তুমি চলে যাও অন্যখানে। বিরহ দানে আমার মনে। জীবনে জড়াতে চেয়েছি তোমারে তুমি চলে যাও জাগিয়ে মায়ারে। বেসেছিলাম ভাল মরিচকা তোমায় তোমার ভেলকী অসহায় প্রাণে প্রেম জাগায়।

কথার জাদু ছড়াও অনেক কাছে টেনে আবার দূরে সরাও। ভালবাসার ফাদ পেতেছো বেশ হৃদয়টারে লয়ে খেলা কর রচো এক দারুণ আবেশ। দুমড়ে মোচরে দাও তারপর ছুড়ে ফেল দূরে অথৈ সাগরে। উত্তামাশা দ্বীপে এন্টার্কটিকায় সাদা বরফে মারিয়ানা ট্রেঞ্চের গভীর খাতে বেশ তফাতে নায়াগ্রায় ভিসুভিয়াসে তোমার প্রেম রূপবদলায় নতুন রূপে আসে। মৃত্যু ডেকে আনো মরার মরারে মেরে নিত্য নতুন দুঃখ দানো।

জানি সেথা সুনিশ্চিৎ মরণ করে তুমি হৃদয় হরণ তোমার কোমল রূপের এ কি বরণ! ভীমরতি তুমি মিথ্যে স্বপন নিষ্ঠুর তুমি দারুণ অকরুণ। ঠান্ডা মাথার খুনি নিষ্ঠুর তোমার অপরূপ ঐ বদনখানি! খেলে যাও নিত্য নতুন খেলা। কাটছে সময় যাচ্ছে বেলা পেয়ে তোমার অবহেলা। নিত্য রূপ পাল্টাও নতুনরূপে আভির্ভূত হও বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনো সত্য নও!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.