নিরপেক্ষ বলে এই পৃথিবীতে কোন মানুষ নেই কিন্তু কিছু লোক নিরপেক্ষতার ভান ধরে। :-বাংলার তৌহিদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “নতুন জোট করে এ সরকারের বিরুদ্ধে নির্বাচনে যাবো।”
রোববার দুপুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামীর আমির আহমদ শফীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রসায় আহমদ এ বৈঠক শুরু হয়।
এসময় তিনি আরো বলেন, “আমি হেফাজতের আমিরের কাছে দোয়া নিতে এসেছিলাম। উনি দোয়া করেছেন, উনার (আহমদ শফী) সাথে আমার কোনো রাজনৈতিক কথা হয়নি।”
এর আগে শনিবার মহাজোট ছেড়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি।
বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘শিগগিরই’ নতুন জোট গঠনের ঘোষণা দেন এরশাদ। নতুন জোটে থাকতে পারেন বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী, আ স ম রবসহ ধর্মভিত্তিক আরো কয়েকটি দল।
তথ্যসূএ ও বিস্তারিত এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।