বাঁশখালীতে ইভটিজিং এর অভিযোগে পুঁইছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম এর ছাত্রকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইদিনের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে। স্থানীয় সূত্রমতে শেখেরখীল দারুস্সালাম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী মনোয়ারা বেগম পুঁইছড়ি মাদ্রাসায় পরীক্ষা দিতে গেলে পুঁইছড়ি মাদ্রাসার আলিমের ছাত্র এবং শেখেরখীল এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র আরিফুর রহমান ইভটিজিং করে। পরবর্তীতে গত ১৯ নভেম্বর উক্ত ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। এরই প্রেক্ষিতে মনোয়ারা বেগমের অভিভাবক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে গতকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল ইভটিজিং এর ফলে অভিযুক্ত ছাত্রকে দুইদিনের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামসহ উভয় মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।