আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে টানা মটরসাইকেলের ব্যাবসা জমজমাট

প্রসাশনের জানা থাকলেও তারা রহস্যজনক নীরবতা পালন করছে। সমপ্রতি একটি টানা হোন্ডা লক্ষ্মীপুর ডিবি পুলিশ আটক করলেও এপর্যন্ত উদ্ধার হয়নি চুরি হওয়া মটর সাইকেল। সরেজমিন জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, মান্দারী, জকসিন, রামগঞ্জ, রায়পুর ও জেলা শহরে চোরাই পথে আসা অসংখ্য মটর সাইকেল পুলিশের সামনে প্রকাশ্যে চলাচল করছে। এসব মটর সাইকেল এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান পালসার, ডিসকোভার, হাংক, গ্লামার, সিভিজেড, এফজেড, পেজার, এপাচি। চোরাচালানীরা ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম ও যশোর সীমান্ত পথ ব্যবহার করে মটর সাইকেল ব্যবসা চালিয়ে আসছে বলে জানিয়েছে ক্রেতারা।

টানা মটরসাইকেলের দাম শো রুমের মটর সাইকেলের থেকে ৬০-৭০হাজার টাকা কম হওয়ায় ক্রেতারা টানা'মটর সাইকেলের প্রতি আগ্রহী বেশী। চোরাচালানীরা ক্রেতাদের মাঝে ভুয়া বিক্রী রশিদ ও ভুয়া কাগজ পত্র সরবরাহ করে থাকে। গত দুই মাসে লক্ষ্মীপুরে প্রায় ৩০টি মটর সাইকেল চুরি হলেও তার একটিও উদ্ধার হয়নি। অপরদিকে টানা ভুয়া মটর সাইকেল আরোহীদের অধিকাংশই বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড জড়িয়ে পড়ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা শহরের এক ব্যাবসায়ী জানান, শোরুমের চেয়ে এক লাখ টাকা কমে তিনি ৮০হাজার টাকায় পালসার মটর সাইকেল কিনেছেন।

চোরাচালানীরা কাগজ পত্র দিয়েছে। তবে জেনে শুনে এ চোরাই মটর সাইকেল কেনার জন্যে তিনি ভারতীয় মটর সাইকেলের বাংলাদেশের ডিলারদের দায়ী করেন। সরকারের টেক্স বাড়ানোর অজুহাতে হঠাৎ করে মটর সাইকেলের দাম ৩৫-৬০হাজার টাকা দাম বাড়িয়ে দেওয়ায় তা ক্রয় ক্ষমতার বাহিওে বলে তিনি জানান। এব্যাপারে পুলিশ সার্জেন্ট জয় বলেন, চোরাই পথের টানা টানা মটর সাইকেলের বিষয়টি আমি অবহিত নই। তবে নাম্বার বিহীন মটর সাইকেল আটক , জরিমানা ও চোরাই মটর সাইকেলের ব্যাপারে অভিযান চলছে।

হাইওয়ে পুলিশের এসআই আবু সাইদ বলেন, প্রতিদিন মটর সাইকেল ও অন্যান্য যানবাহনের কাগজপত্র চেক করা হচ্ছে। তবে ভূয়া কাগজপত্র পাওয়া যায়নি। লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরওয়ার জানান, কয়েকটি পয়েন্টে পুলিশ মটর সাইকেলের কাগজ পত্র চেক করছে। চুরি হওয়া মটর সাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সমপ্রতি একটি মটর সাইকেলসহ দু'জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.