আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য জাতির জানোয়ার

“এই আমার জুতাটা কালি কইরা দে তো। কত নিবি?” “১৫ টাকা স্যার” “এই ব্যাটা তুই আমারে চিনস আমি কে? বুইঝা শুইনা দাম চাবি এই নে ৫ টাকা” “না স্যার ৫ টাকায় কামতে কালি করি? আমার তো এই টাকায় পোষায় না। ” “শালা পোষায় না মানে? পোষায় তে হইব। বেশি রং তামাশা দেখাইস না” “স্যার দয়া কইরা ১০ টাকা দেন!” ঠাশ...............(সজোরে এক থাপ্পড়) “হারামি আমি জা কইলাম তাই কর আরেকবার চাইলে কিন্তু বুঝিস। শালা ফকিরের বাচ্চা ৫ টাকা দিয়া পেট ভরে না ১০ টাকার সখ এহহহ!!!!” নিরবে চোখের পানি মুছে সগির (কাল্পনিক নাম)।

ছিপছেপে দৈহিক গড়ন পরনে ছেঁড়া প্যান্ট, মলিন ফ্যাঁকাসে সুরতের দারুণ এক রাজপুত্র সু পলিসার সগির। উপরের কথোপকথন টা আমার নিজের বানানো। কিন্তু ঘটনা টা সত্যি। এমন ঘটনা হর হামেয়াই ঘটে আমার চার পাশে হয়ত আমাদের দ্বারাই এমনটা হয়। তো একদিন এমন এ এক রাজপুত্রের সাথে কথা হল যার পুরোটাই দিয়া দিলাম ।

আমি ঃ নাম কি ? রাজপুত্র ঃ সগির আমি ঃ থাক কই? সগির ঃ রেললাইন বস্তিতে। আমি ঃ এই কাজ কইরা কত কামাও? সগির ঃ অনেক কামাই স্যার। বিশ্বাস করেন আজকা সব চেয়ে বাসি কামাইছি। আমি ঃ কতরে? সগির ঃ বিশ্বাস করবেন তো ? আমি ঃ করুম কও সগির ঃ ২৫০ টাকা !! আমি ঃ ২৫০ টাকা দিয়া তুই এত খুশি ? সগির ঃ আরে স্যার এমনে তো হর দিন ১০০ কামাই। আইজ ঈদ তো তাই বাসি কামাইলাম।

আমি ঃ এই টাকা দিয়া কি করস রে ? সগির ঃ রজ যা টাকা পাই টা দিয়া পরের দিনের বাজার করি। আমি ঃ আর সগির ঃ আর কি স্যার? আম্মা রে মাঝে মাঝে মাংস কিনা দেই। আমি ঃ কিরে এই টাকা দিয়া মাংস কামতে কিনস? সগির ঃ হে হে হে! এটাই তো বুজলেন না। আমি কই হুনেন যে দিন যে দিন কার বিয়া শাদি হয় অই দিনকা আপনেরা যে মাংস আদা খাইয়া ফালায় দেন অইদা আমরা আবার ২৫/৩০ টাকা দিয়া কিনি তাও কেজি দরে। কি স্যার ভালা করি না? আহ!!! কি শান্তিতে পোলাও খাই।

এই কথা শুনে আমি আর কি বলব? আমার বলার কিছুই ছিল না। কিছু না। আমরা রোজ রোজ ৭ টাকা কইরা বান্সন টানি আর উনাদের ১০ টাকা দিতে গায়ে লাগে। আমরা ২০০০ টাকা সালামি দিয়া বিয়া খাইতে যাই আর উনাদের ১০ টাকা দিতে গায়ে লাগে। আমরা আমাদের পিরিতের সখারে নিয়া চাইনিজ খাইতে জায়া ২০০০/৩০০০ টাকা উরাই আর উনাদের ১০ টাকা দেতে গায়ে বাঁধে।

আমরা ১০০০ টাকা দিয়া ফ্যান্টাসি ওয়াটার ওয়ার্ল্ড এ যাই আর উনাদের ১০ টাকা দিতে গায়ে বাঁধে???????? জি হ্যাঁ আমি আমাদের কেই জিজ্ঞাসা করছি। আমরা কি মানুষ? নাকি আমরা সভ্য জাতির জানোয়ার? আমরা কি পারি না তাদের পাশে দাড়াতে? আমরা কি পারি না রোজ একটা বান্সন এর টাকা বাঁচাইয়া তাদের কে দিতে? আমরা কি পারিনা তাদের থাকার জায়গা করে দিতে? এত কথা বললাম তাও কিছু লোক পাওয়া যাবে যারা বলবে ধুর বাদ দাও আগুলা কথা আমরা বাঁচলেই বাপের নাম। হুম ঠিক বলেছেন নিজে বাঁচলেই বাপের নাম কারন আমরা সভ্য জাতির জানোয়ার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।