আমাদের কথা খুঁজে নিন

   

পারিনি! তোমাকে ভুলে যেতে....

আসবে বলে আছি আশায়...! অনেক বার ভেবেছি, সহস্রবার চেয়েছি তোমাকে ভুলে যেতে, ভুলে থাকতে কালো নিকষ আধাঁরে নিজেকে লুকিয়ে; পারিনি! অমাবশ্যার জোনাকি গুলো আমার সাথে মিতালী করে, তারা গুলো ও; সব হারিয়ে যায়, আঁধারে ও আসো তুমি, আধাঁর হয়ে তাই। পারিনি! লোকারন্য ছেড়ে, হারিয়ে দূর বহুদুরে একাকিত্বের ছায়ায় নিজেকে ঢেকে; চেয়েছি শুধু ভুলে যেতে তোমাকে। পারিনি! আমি বহুপথ মাড়িয়ে, পৃথিবীকে হারিয়ে; কেবল এখানেই হেরে যায়। শুধু তোমাতে হেরে যায়! মন হারিয়েছে বলে তোমার আঙ্গিনায়? তাই, ভুলতে গিয়ে; নিজেকেই ভুলে যাই পারিনি! ভুলতে, ভুলে যেতে তোমায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।