আমাদের কথা খুঁজে নিন

   

দরিদ্র এই দেশে একজনের চাকুরীর মেয়াদ ৬০ বছর এ কি যথেষ্ট না ?

শিক্ষকদের কর্মরিতিতে বুয়েটের শিক্ষা কার্যক্রম অচল শিক্ষকদের কর্মরিতির কারণে অচল হয়ে পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষা কার্যকম। চাকরির বয়স বাড়ানোর দাবিতে শিক্ষকরা মঙ্গলবার থেকে কর্মবিরতি তারা কর্মবিরতি পালন করছেন। দু’দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষকদের বর্তমান চাকরির বয়স ৬০ বছর। তারা ৬৫ বছর করার দাবিতে এ আন্দোলন করছেন।

বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৬০ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকরা বলেছেন, পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স যেখানে ৬৫ বছর সেখানে আমাদের ৬০ বছর কেন হবে। এটা অযৌক্তিক। তারা বলেছেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন কিন্তু তা বাস্তবায়নের কোন লক্ষণ দেখছি না। তাই আমরা কর্মবিরতি পালন করছি।

ঠিক কতদিন কর্মবিরতি পালন করা হবে সে সম্পর্কে কোন ঘোষণা দেয়া হয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.