আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান আরব বিশ্ব্যের গণআন্দোলন আলকায়দা-জঙ্গী গোষ্ঠীর দর্শন লাভ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। বর্তমান আরব বিশ্বে চলছে গণআন্দোলনের ডাক।

তাদের ঐ ডাকে লক্ষ-লক্ষ মানুষ দীর্গদিনের শাসক পরিবারকে ক্ষমতাচ্যুত করতে যেন তারা আধাজল খেয়ে নেমেছেন। তাদের ঐ আন্দোলনে প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে সেদিকে তাদের খেয়ালের লেশমাত্র নেই। বরং মৃতমানুষকে ঘীরে আন্দোলনকারীরা আরো বড় হচ্ছেন। যেন মৃত মানুষের আত্বারা আন্দোলনকারীদের আত্বাকে আরো সবল করছেন। এই আন্দোলন শুরু হয় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে।

তবে কোথায় শেষ হবে তা আগে-ভাগে বলা মুশকিল। তবে এই কথা মোটামোটি নিশ্চির করে বলা যায় যে,বর্তমান আরব বিশ্ব্যের গণআন্দোলন শুধু একক শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা নয়,গোটা আলকায়দা,জঙ্গী গোষ্ঠীর উপরও হচ্ছে। আমি বিশ্বাস করি,বর্তমান আরব বিশ্ব্যের গণআন্দোলন থেকে আলকায়দা,জঙ্গী গোষ্ঠীর দর্শন বিষয়ক জ্ঞ্যান লাভের দ্বার উম্মোচন করেছেন। দুবাই,এপ্রিল ২১ সোমবার,২০১১। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.