আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
পত্র-পত্রিকা ও টিভিতে আমরা নারী নির্যাতনের কথা প্রায় সময় শুনে থাকি। নির্যাতনের শিকার নারীদের কাহিনী পড়ে সবাই পুরুষদেরকে ধিক্কার দেই। শাস্তির দাবী করে মিছিল করে। এবার শুনি পুরুষ কিভাবে নারীর হাতে নির্যাতিত হচ্ছে...
১. কর্মস্থল থেকে ফিরেই বাসায় পুরুষদেরকে নারীদের মুখোমুখি হতে হয়। শুরু হয় কথাযুদ্ধ।
এই যেমনঃ তোমার মা-বোন সারাদিন কোন কাজ করেনি। সব কাজ আমি করেছি। আমি আর পারছি না। আমি আর তাদের সাথে থাকতে চাই না। এভাবে আর থাকতে ইচ্ছে করে না।
আমরা কি আলাদা বাসা নিতে পারি না?
(স্ত্রীর এই কথা শুনে স্বামীর মেজাজ চরমে উঠে যায়.. এক সময় মা ও বোনের সাথে কথাকাটাকাটি হয়। আর পাশের রুম থেকে বউ হাসতে থাকে)
২. পাশের বাড়ীর ভাবী কি সুন্দর একটি শাড়ী কিনেছে.. আড়ং থেকে নিয়েছে দাম মাত্র ৬০০০.০০ টাকা। তুমি আমাকে কি দিয়েছ? কিপ্টে কোথাকার। শুধুমাত্র সংসারের জন্য সব টাকা খরচ করছ। আমার দিকে একটু ও খেয়াল নেই ।
স্ত্রীর এই আবদার শূনে স্বামীর মন খারাপ হয়ে যায়। নিজেকে ছোট মনে থাকে। কষ্ট পেতে থাকে। অবৈধ পথে উপার্জন করার জন্য পথ খুজতে থাকে।
(পাশের বাড়ীর ভাবীর স্বামী যে ভাল বেতনের চাকরী করে তাই দামী শাড়ী কিনে দেয়।
কিন্তু নিজের স্বামী যে কম বেতনের চাকরী করে কষ্ট করে সংসার চালাচ্ছে সেই কথা বউরা ভুলে যায়। )
৩. বেশীর ভাগ স্ত্রীরা বাসায় হিন্দী সিরিয়াল দেখে থাকে । স্বামী অফিস থেকে এসেই দেশের খবর শুনতে চাইলে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী বেচারা স্ত্রীকে রিমোট কন্ট্রোল ধরিয়ে দিয়ে ঘুমাতে থাকে।
৪. বেশীর ভাগ স্ত্রীরা নিজের পরিবারের সদস্যদের জন্য গিফট দেবার জন্য বাহানা ধরে থাকে।
তাদেরকে গিফট কিনে দেবার জন্য স্বামীকে চাপ দিতে থাকে। কিন্তু স্বামী মা-বোন-ভাইদের জন্য কিছু কিনতে চাইলে স্ত্রীরা চুপ করে থাকে। অনেক সময় বলে থাকে বেশী দাম দিয়ে কিনার দরকার নেই।
৫. ইদানিং ফেইসবুকে বিবাহিত মহিলারাও যাতায়াত শুরু করে দিয়েছে। পুরাতন বন্ধূদেরকে খুজতে থাকে।
একপর্যায়ে কারো না কারো সাথে ফেইসবুকীয় কর্থাবার্তা চলতে থাকে। স্বামীর অবর্তমানে কোথাও হারিরে যাবার জন্য পথ খোজে। স্বামী হাতে ধরা খেয়ে.. উল্টো স্বামীকে ধমক দিতে থাকে।
আপাতত এই পর্যন্তই........................আরো মনে পড়লে শেয়ার করবো.. পুরুষ নির্যাতনের আরো তথ্য থাকলে শেয়ার করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।