প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। বলিউড আইকন সালমান খান ভারতের পুলিশবাহিনীতে যোগ দিচ্ছেন? বড় কোনো পদে নয় স্রেফ কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন? আবেদনপত্রের ছবি তো তা-ই বলে। অবশ্য বিষয়টি তা নয়। মনোহর দিলিপ স্যানসের নামে মুম্বাইয়ের এক প্রার্থী কনস্টেবল হিসেবে শারীরিক পরীক্ষা দেয়ার জন্য সাইবার ক্যাফে থেকে ই-মেইলের মাধ্যমে ছবি পাঠাতে গিয়ে ওই ভুলটি করেন। এ জন্য অবশ্য তাকে নিয়োগকর্তাদের হাতে বিভিন্নভাবে হেনস্তা হতে হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বুঝতে পারলেন এটা স্রেফ একটা প্রযুক্তিগত ভুল, তখন ওই প্রার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস'া করে দেন। সূত্র : এনডি টিভি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।