আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ কনস্টেবল ইউপি চেয়ারম্যাসহ নিহত ৭

সড়ক দুর্ঘটনায় পাবনায় পুলিশ কনস্টেবল এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। বগুড়ায় বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। এ ছাড়া কক্সবাজারের উখিয়ায় দুই রিকশাচালক ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন।

পাবনা : ঈশ্বরদীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হয়েছেন। রাতের নিয়মিত ডিউটি শেষে সাইকেলে গতকাল সকালে থানায় ফেরার সময় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কনস্টেবল মনিরুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রহমান রহিম আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। উপজেলার খিরাতলা নামক স্থানে শুক্রবার রাতে সিএনজি অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই নিহত হন তিনি। বগুড়া : শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় গতকাল যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নিহতদের একজন নীলফামারীর জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম।

অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিএন্ডটি নামক স্থানে মিনি ট্রাকের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই রিকশাযাত্রী। নিহতরা হলেন উখিয়া উপজেলার পিএফ পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে আলী আহমদ ও শুভধন বড়ুয়ার ছেলে পরিমল বড়ুয়া।

সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শুক্রবার রাতে মহাসড়ক পরাপারের সময় গাড়িচাপায় নিহত হয়েছেন পথচারী আবদুল হাই। আবদুল হাই নরসংদী থেকে সিদ্ধিরগঞ্জে তার আত্মীয়ের বাসায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.