শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায় মানুষ আমার অনেক সীমাবদ্ধতা। আমার অশ্রুগ্রন্থি সচরাচর শোকের উদগীরণ নোনা জলে রূপান্তর করে না। তার ব্যতিক্রম আজও ছিলো না, যতক্ষন না পত্রিকায় পড়লাম ‘চিরতরে ছুটি পেল আমার বাচ্চাটা’। প্রথম শ্রেণীর ছাত্র যুবায়ের আহমেদের মতো আমারও খেলনা ছিলো ভাঙ্গা পুতুল, টর্চলাইট, স্ক্রু ড্রাইভার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ। মনে পড়ে আব্বুর কোলে চড়ে রবীন্দ্রনাথের ছড়া আওড়াতাম, ঠিক যুবায়ের এর মতো। আমার সৌভাগ্য এত বড় হয়েছি। আব্বুকে বলতে হয়নি ‘চিরতরে ছুটি পেল আমার বাচ্চাটা। আর ফিরবে না সে’। চিরতরে ছুটি পেল আমার বাচ্চাটা। আর ফিরবে না সে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।