আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বন্ধ করে দেই ফেসবুক আকাউন্ট হ্যাকের সকল পথ চিরতরে....

ফেসবুক বর্তমানে খুবই স্পর্শ্শকাতর একটি বিষয়। ফেসবুক আকাউন্ট হ্যাক করে যে কেউ আপনার সর্বনাশ করতে পারে। তাই আসুন ফেসবুক আকাউন্ট হ্যাকের সকল পথ চিরতরে বন্ধ করি। আপনার ফেসবুক আকাউন্টে লগ ইন করুন। উপরে ডান কোণায় Account থেকে Account Settings-এ ক্লিক করুন।

Account Security এর Change এ ক্লিক করুন। নিচের অপশন তিনটি আসবে। Secure Browsing (https) Browse Facebook on a secure connection (https) whenever possible Login Notifications When an unrecognized computer or device tries to access my account: Send me an email Login Approvals When an unrecognized computer or device tries to access my account: Require me to enter a security code sent to my phone সবগুলো অপশন এ টিক মারুন। সর্বশেষ অপশনে ক্লিক করার পর বাকি কাজ গুলো তাদের দেওয়া direction অনুযায়ী করুন। এরপর আপনি যখন নতুন কোন কম্পিউটার থেকে আপনার ফেসবুক আকাউন্টে লগ ইন করবেন তখন আপনার মোবাইল এ একটি Security Code যাবে।

ঐ Security Code ছাড়া কেউ আপনার Account এ লগ ইন করতে পারবেনা। উপরন্তু অন্য কেউ আপনার ফেসবুক আকাউন্টে লগ ইন করতে চেষ্টা করলে আপনি সাথে সাথে জেনে যাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.