আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞতাঃ ছোট্ট ভ্রমন এবং আমার স্যন্ডেলময় ১৫ মিনিট। সাথে ফ্রি ফটু!

স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... বিশাআল মজার একটা অভিজ্ঞতা হল! গিয়েছিলাম গ্রামের দিকে,এক বিয়ের আয়োজনে। আড়িয়াল খাঁ বিলের ঠিক পাশ ঘেঁষে ই অনেক দূর এগিয়ে গাড়ি থেমে যায়। তারপর কিছুদুর(প্রায় ১৫মিনিটের পথ) হেটে যেতে হয় ধান ক্ষেতের পাশ দিয়ে। সাথে একটা মেঠো পথ ও আছে। ওটা দিয়ে যাওয়ার সময় ভালোই গেলাম।

সারাদিন কাটিয়ে সন্ধার দিকে ফেরার পথে সখ করে ধান ক্ষেতের ভেতর দিয়ে(গ্রামে যাকে ক্ষেতের আইল বলে) আঁকাবাঁকা রাস্তা ধরলাম। সবুজের ভেতর দিয়ে হাটছি। চারিদিকের অবারিত সৌন্দর্য মুগ্ধ করে রেখেছিল। এর নাঝেই ঘটল বিপত্তি। এক পায়ের স্যান্ডেল টা বেকে বসল ও ছিড়ে গেল।

আমার তো মাথায় হাত!দাড়িয়ে পড়লাম। সাথের সবাইকে এগুতে দিয়ে স্যন্ডেল টা হাতে নিয়ে হাটা শুরু করলাম আবার। অবস্থা তখন..... "এক পায়ে স্যন্ডেল আমার অন্য পা খালি" কিছুখন এগুতেই দেখি পথের পাশে একজোড়া প্লাষ্টিকের চপ্পল! আমিতো পুরাই অবাক!আল্লাহ কি আমার জন্য নিজে নেমে আসল কিনা,ভাবতে ভাবতে এগুলাম। চিন্তা করলাম,২টাই পড়ে যাই। রাস্তায় উঠে রেখে জেয়ে বাড়িতে জানায় দিবোনে,যার স্যন্ডেল সে এসে নিয়ে যাবে।

আমার টা হাতে নিয়ে পা ঢুকালাম চপ্পলে। এক পা এটে গেল মাপ মত। আরেক পা ঢুকে আরেক মাথা দিয়ে বেরিয়ে গেল! ঘটনা বুঝলাম,ছিড়ে গেছে বলেই চপ্পলের মালিক এটা ফেলে গেছে! তাও আমার আনন্দ! আমার ছিড়েছে ডান পায়েরটা,ওইটা ছেঁড়া বাম পায়েরটা! দুইটা মিলিয়ে একসাথে পরে হাটা দিলাম আবার!২টাই স্লিপার হওয়াতে কোন সমস্যাই হলনা! চলে এলাম রাস্তায়। সবাই আমার পা দেখে হাসতে হাসতে লুটপাট। হাসুক বাবা..,আমিতো বেচেছি।

হা হা হা সেই পথের একটা ছবি না দিলেই নয়। সাথে দুটো পার্শ্ব দৃশ্য..... দুজন দুজনার এসব দেখি কাকের হাটবাজার। ভালো থাকুন সবাই। (মুচকি হাসির ইমু দিতে মঞ্চাইছিল) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.