আমাদের কথা খুঁজে নিন

   

একটি অভিজ্ঞতাঃ ইভটিজিং এর প্রতিবাদ



আজকে (৩০.১০.২০১০) ধানমন্ডি স্টার এ দশবার জন উরনচন্ডি ছেলে পাশে বসা দুইজন মেয়েকে জ্বালিয়ে অতিস্থ করে তুলেছে দেখলাম। বারবার নানা আজেবাজে কমেন্ট করছে। মেয়ে দুটো কয়েকবার প্রতিবাদ জানিয়েও লাভ হচ্ছে না। আমি একাই ছিলাম,তারপরও রক্ত গরম হল। তাদের বললাম ব্যাপারটা কিন্তু ভাল হচ্ছে না।

তাদের আবার উদ্ধত পালটা প্রশ্ন,কোন ব্যাপারটা? আমার সাথে ক্যামেরা ছিল,স্টার এ ফোটোসুটে গিয়েছিলাম। আমাকে বলে আপনি আপনারে কাজ করেন। কানে এত কথা যায় কেন ? হেহে তারপর ধুয়ে দিলাম শালাদের। অনেক দিনের জমানো রাগ গুলো মুখ দিয়ে বোমার মত বেড়িয়ে এল। অসম্ভব ভাল লাগল, যখন দেখলাম পাশের টেবিল গুলোতে এতক্ষন চুপ করে থাকা মানুষগুলোও ওদের রুখে দাঁড়াতে শুরু করেছে।

নিজেকে আর দুর্বল একা মন হল না। এতগুলো ষান্ডা টাইপ বখাটের দলকে তখন মনে হল তুচ্ছ,ভয়ে জড়সড় হয়ে পালায়নপর একটি পশুর দল। বখাটেরা চুপ করে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে গেল। কিন্তু এথেকে কোন শিক্ষা মনে হয়না নিল না। আবার তারা সুযোগ পেলে এই একই কর্ম ঘটাবে।

কোন অপরাধ করে নি এমন মুখে চারপাশে উদ্ধত চোখে তাকাবে। তখন হয়ত আমি থাকব না। কিন্তু আজ মনে হচ্ছে হয়ত অন্য কেউ থাকবে,তাদের রুখে দাঁড়াবে। তাদের চারপাশের চুপকরে থাকা মানুষগুলোও তখন এসে তার পাশে দাঁড়াবে। বাংগালি ভীতু জাতি,অল্প চোখরাগানি ধমকধামকেই সে ভয় পেয়ে যায়।

নিজ পরিবার স্বজনদের নিরাপত্তা নিয়ে সে সবসময়ই থাকে ব্যতিব্যস্ত। কিন্তু চরম প্রয়োজনের সময় সেই ভীতু মানুষটিই নির্দ্বিধায় নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। এই ভীতু জাতি অনেক আগে একসাথে একবার সাহসী হয়েছিল। আবার একসাথে সেই নির্ভয় নির্ভীক জাতি হবার অপেক্ষায় রইলাম। ইচ্ছা হয় এমন একটা জায়গা থাকবে যেখানে আমাদের মত সাধারন মানুষ গুলো তাদের অভিজ্ঞতা গুলো জমা করে রাখবে।

যাতে আমার মত 'আমি একা' ভেবে চুপ করে নির্বাক বসে থাকা মানুষগুলো বুঝতে পারে আমরা আসলে একা নই। এখন অসংখ্য 'আমি' নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছি আমরা। ******************* লেখাটি যেকোন খানে বিনা অনুমতিতে share দিবার অধিকার দেওয়া হল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.