কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি কতোকিছুই তো ভুলে যাই, কিম্বা এমনিতেই স্মৃতির চালুনির ফোঁকর গলে অলক্ষ্যেই ঝরে যায়। কিন্তু তুমি? কতোবার তোমাকে বিস্মৃতির তরঙ্গের নিচে হারিয়ে ফেলতে চেয়েছি। না, পারিনি। কিছুতেই পারিনি। বার বার তুমি শতো উথাল-পাথাল ঢেউ মাড়িয়ে উঠে আসো, উঠে আসো স্মৃতির সাগরে হিরন্মময় বুদবুদ। হে বিস্মৃতির সতীন, তোমা প্রেম ও বিরহ দুটোই আমার কাছে এক, নয় ভিন্নার্থক কিংবা বিপরীত। ব্যাথাতুর আত্মার নির্ভেজাল ভেষজ মলম। আর দেখো, কালের-কিচেনে প্রেম আর বিরহের আশ্চর্য মিশেলে আমি বানিয়ে নিয়েছি এক সুপেয় দ্রবণ, যা পান করে এখন আমি তৃপ্তির ঢেকুর তুলছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।