আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃতির অন্তরালে.......



ছোট বেলায় চট্টগ্রাম থাকতাম বাবার চাকুরী সূত্রে। যে যায়গাটায় ছিলাম সেটা আগ্রাবাদ বহুতলা কলোনী। ক্লাস ৪ পর্যন্ত চট্টগ্রাম ছিলাম, পড়তাম হাতেখড়ি স্কুলে। সে সময়টা ৮২ সাল থেকে ৮৮ সাল হবে। তারপর চলে আসি খুলনা।

কিন্তু চিটাগং এর কথা খুব মনে পড়ে। বিশেষ করে হারিয়ে যাওয়া বন্ধুরা সব। অবশ্য ছেলেবন্ধুর চেয়ে মেয়েবন্ধুই বেশি ছিলো। সোহাগ, ফয়সাল, (পলাশ, শিমুল, বকুল)-৩ ভাই, পপি, কুমু,মুনমুন, যুথী, হৃদু, তানিয়া, টিনা আরো অনেক বন্ধু,নাম মনে পড়ছেনা। ওদের খুব মিস করি।

মাঝে একবার চিটাগং এ গিয়েছি কিন্তু টিনার খোঁজ পেয়েছি শুধু। আর গুলোর কোন খোঁজ পাইনি। কারণ ঠিকানাই তো নেই। সত্যি ওদের সংগে যদি যোগাযোগ হতো কি মজাটাই না হতো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.