বিস্ময় মুছে দিও না... সর্বোচ্চ ব্যবধানে হেরে গেছি ব্যর্থতা স্বীকার করেই বলছি আমাকে ব্যর্থ করা হয়েছে পরাজয় মেনে নিয়েই বলছি এ-এক জবরদস্তি হার! নাটকের নাম প্রহসন খেলার নাম পাতানো ম্যাচ জানোইতো অংকে কাঁচা নই কোনো সুকৌশলী শিখিনি অভিনয়ের কলাকৌশল হৈ চৈ আর হট্টগোলে খেলার রীতি আত্মঘাতী গোল করে যাই যুদ্ধের আগে পরাজিত অস্ত্র-স্বস্ত্র চুরি গেছে আমার কী দায়! জুয়ার আসর তাসের ঘর জানা কথা। যুদ্ধ সমাপ্ত খেলা শেষ সর্বোচ্চ ব্যবধানে হেরে গেছি। ০৪/১১/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।