আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোচ্চ পাস রাজশাহী বোর্ডে

বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ আবু হুরায়রা।
এবার এ বোর্ডে সর্বোচ্চ ৯৪ দশমিক ০৩ শতাংশ পাশ করেছে, যা প্রতিষ্ঠার পর এ বোর্ডের রেকর্ড বলে জানায় কর্তৃপক্ষ।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বোর্ডে এর আগে ১৯৭১ সালে সর্বোচ্চ পাশের হার ছিল ৯৩ দশকি ৫৩ শতাংশ।
রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২০৩ জন, যা গত ৭ বছরের তুলনায় বেশি।


পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ আবু হুরায়রা বলেন, সৃজনশীল প্রশ্ন নিয়ে শিক্ষকদের আগাম প্রস্তুতির জন্য ফলাফল ভালো হয়েছে।
তিনি জানান, এবার এক লাখ ১৫ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ৮ হাজার ৯ জন।
গত বছর এক লাখ ৩২ হাজার ৬৬০ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ১৬ হাজার ৫৫৯ জন পাস করে। পাশের হার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ।
শতভাগ পাশ করা স্কুলের সংখ্যাও কয়েকগুণ বেড়েছে।

২০১২ সালে এই বোর্ডের ২৮৯ স্কুল থেকে সবাই পাশ করে। কিন্তু এবার এ সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৭।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.