বাংলা ভাষােক ভালবািস বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বরাবরই আমাদের জন্য অশনিসংকেত। আগামী ২১০০ সালের মধ্যে সেই তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, যা হবে গত ১১ হাজার ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভর্সিটির গবেষকরা এমন তথ্য দিয়েছেন।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ বরফ যুগের পর এটাই হবে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা। পৃথিবীর ৭৩টি স্থান থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের পর বিশেষজ্ঞরা এমন তথ্য দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, গ্রিন হাউস গ্যাস বিশেষত কার্বন নিঃসরণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে এ শতাব্দীর মধ্যেই ২ থেকে ১১ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেড়ে যেতে পারে।
প্রধান গবেষক শন মারকট জানান, এর আগে সর্বোচ্চ দুই হাজার বছরের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড নিয়ে গবেষণা হয়েছে। এত বড় প্রেক্ষাপট ধরে গবেষণা এটাই প্রথম। তা ছাড়া প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানের তথ্য বিশ্লেষণ করার ফলে বৈশ্বিক তাপমাত্রার ইতিহাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে বলে বিজ্ঞানীদের অভিমত। এই গবেষণা ফলাফলকে আরো গুরুত্ব দেওয়ার কারণ হলো, সর্বশেষ বরফ যুগের পর মানবসভ্যতাজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ইতিহাস নিয়ে এ গবেষণাটি করা হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।