চতুর্থ ও পঞ্চম দফার আট জেলার আট উপজেলায় স্থগিত ৩১ কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ আজ। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন উপজেলা ও ভাইস চেয়ারম্যান পদে অন্য উপজেলাগুলোয় ভোট গ্রহণ হবে। এদিকে কমিশন এ নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকা। পাশাপাশি চতুর্থ উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নামছে ইসির নিজস্ব পর্যবেক্ষক।
এ ছাড়া প্রতিটি কেন্দ্রে এক প্লাটুন বিজিবি ও র্যাবের একটি মোবাইল টিম থাকছে। এ ছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের পৃথক টিম সার্বক্ষণিক টহল দেবে। অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তৎক্ষণাৎ শাস্তি দিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করবেন বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যানসহ সব পদে ৯টি, সিলেটের কানাইঘাটে ১টি (ভাইস চেয়ারম্যান পদে), কুমিল্লার বরুড়ায় ২টি (ভাইস চেয়ারম্যান পদে), কক্সবাজারের কুতুবদিয়ায় ২টি (চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে), পটুয়াখালীর দুমকিতে ৫টি (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে), লক্ষ্মীপুর সদরে ৪টি (ভাইস চেয়ারম্যান পদে), নরসিংদী সদরে ৩টি (ভাইস চেয়ারম্যান পদে) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৫টি কেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে) পুনঃ ভোট হবে আজ।
এদিকে এসব কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চরম সহিংসতা, ভোট জালিয়াতি ও নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে পাঁচ ধাপে ৪৫৯ উপজেলায় নির্বাচন সম্পন্ন করে ইসি। স্থগিত হওয়া আট উপজেলার ৩১ কেন্দ্রের জন্য এরকম কঠোর নিরাপত্তাব্যবস্থাকে মশা মারতে কামান দাগানোর সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৩ ও ৩১ মার্চ ব্যাপক সহিংসতার কারণে ৫২ কেন্দ্রের ফলাফল স্থগিত করে ইসি। এর মধ্যে ৩১ কেন্দ্রে ভোট আজ। সংরক্ষিত দুই মহিলা আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজসংরক্ষিত দুই মহিলা আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এ দুই আসনে প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে কাল তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি।
পুনঃ তফসিল অনুযায়ী, ১ এপ্রিল সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ২ এপ্রিল ছিল যাচাই-বাছাই। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ১৭ এপ্রিল। এর আগে ৫০ আসনের জন্য ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাচাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
তবে পুনঃ তফসিলে তারাই আবার প্রার্থী হিসেবে রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।