গরু-ছাগলের মত বানান ভুল করি। এক জায়গা থেকে এই কবিতাটা পড়লাম ... যা লেখা আছে সত্য বিনা একটাও আযথা কথা লেখা নাই।
জানি এখন আর কেউ এসব শুনতে চায় না... কেউ আর এই সব কথায় আগ্রহ পায় না তবুও শুধু এটাই মনে রাখবেন শেষ বিচার শুধু আপনার আর বিধাতার মাঝে। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সকল কাজ সম্পর্কে আবগত। আপনার কাজের ফল আপনি নিজেই ভোগ করবেন আর কেউ নয়।
_____________________________________________
বিধাতা ও তুমি
- মাদার তেরেসা -
মানুষ প্রায়শ যুক্তিহীন
বিবেক শূন্য, আত্মকেন্দ্রিক
তাদের ক্ষমা করে দাও।
তুমি দয়ালু হলে
অন্যেরা ভাবতে পারে স্বার্থপর, মতলববাজ
তবু দয়ালু হও।
যদি সফল হও, কেউ হবে
আবিশ্বাসী বন্ধু আর কেউবা সত্যিকারের শত্রু
তবু সফল হও।
সৎ, ন্যায়পরায়ণ হলে
মানুষ তোমাকে ঠকাতে পারে,
তবু সৎ, ন্যায়প্রায়ণ হও।
যা তুমি সৃষ্টি কর অনেক বছরে
অন্যরা তা নষ্ট করতে পারে সহজেই
তবু সৃষ্টি কর।
আজ যে ভাল কাজটি করলে
অন্যেরা হয়তো সহজেই যাবে ভুলে,
তবু ভাল কাজ কর।
তোমার শান্তি স্বস্তিতে
অন্যেরা যদি হিংসায় জ্বলে,
তবু শান্তি আর্জন কর।
তোমার সবটুকু ভাল দান কর
হোক তা সামান্য
তবু তোমার ভাল টুকু দাও।
শেষ বিচারে,
সবকিছুই বিধাতা ও তোমার মাঝে
কখনোই তুমি ও অন্যদের মাঝে নয়।
_____________________________________________
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।