আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতা -

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

বিধাতা -
পুরুষ হলে
নারী বিদ্বেষী অপবাদে
তোলপাড় হতো সারা বিশ্বে,
বিধাতা
নারী হলে-
অবলা অসহায় দু্র্বল বলে
বিদ্রোহ করতো তাবৎ অহংকারী পুরুষ,

বিধাতা তাই-
নারী নয়
পুরুষ নয়
নয় কোন লিঙ্গ তুল্য
দেব কিংবা দেবী;

সকল মানবীয় কিংবা
অতি ইন্দ্রীয় দুর্বলতার উর্দ্ধে
বিধাতা -
অক্ষয়
অব্যয়
চিরঞ্জীব মহান এক সত্বা;
আদি নেই
অন্ত নেই
জন্ম নেই
মৃত্যু নেই
লা - শরীক আল্লাহ
এই মহা বিশ্বের মহান স্রষ্টা,
আমার তোমার সকলের
হায়াৎ - মাওত - রিজিকের মালিক
সর্ব - জ্ঞানী
সর্ব - দ্রষ্টা
আলিমুল গায়েব,
থর থর করে কাঁপবে
রোজ হাশরে
দুনিয়ার সকল বাদশাহ
জালিম - নাস্তিক - বদকার,
সেদিন তিনিই একমাত্র বিচারক
অনুকম্পা ছাড়া তাঁহার
রক্ষা নেই কাহার ও
তিনি রাহ্‌মানুর - রাহিম
প্রতিদান দিবেন হাতে হাতে
কড়ায় গন্ডায় বুঝিয়ে সকলকে
দিবেন পাপের কঠিন শাস্তি
আর পুন্যের অযুত সীমাহীন পুরষ্কার
তিনিই একমাত্র মহান ন্যায় বিচারক;

বিধাতা -
সৃষ্টির অগাধ ভক্তি ও বিশ্বাস
মাঠির অন্ধকার পথের শেষ ভাগে
সহস্র বছর পরে ঐশ্বরিক আলোর উৎসব
জীবনের ওপারে আরেক সুন্দরতম
অনন্ত জীবনের সুদৃঢ় সুমধুর আশ্বাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।