maanush84@yahoo.co.uk স্মৃতি বিভ্রম নিয়ে বড় বিব্রত আছি তোমার জন্ম, আজন্মের ভালোবাসার দিবস রজনী আয়ত চোখের রঙ আর তাতে কাজল ছিল কি ছিল না কিছুতেই মনে পড়ে না চুলের সীঁথিটা ডান নাকি বামপন্থি ছিল কপোলে তিলক ছিল কি না বিগত যুগ গত হবার আগেই ভুলে বসে আছি। তবুও সে সব ভুল, ভুলে যাওয়া মেনে নেয়া যায়। অথচ দেখ কি বিব্রতকর, আমি বারবার শুধু ভুলে যাই তুমি আমার নও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।