থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আসলে রাজনীতিটায় পলিটিক্স ঢুকে গেছে।
বড্ড ভারাক্রান্ত মন নিয়ে পেপার পড়লাম আজকের। আওয়ামি লিগ থেকে নমিনেশন পেলেন কক্সবাজারে বদি, নারায়নগঞ্জে শামীম ওসমান। সুনামগঞ্জ থেকে কালো বিড়াল খেতাব পাওয়া সেনগুপ্ত বাবু [ওরফে চোরঞ্জিত]।
মনটা খুব খারাপ।
স্বয়ং প্রধানমন্ত্রী দেশপ্রেমিক খেতাব দিলেন যে আবুলকে, সেই আবুল কেন নমিনেশন পায় না? যে নেতাদের সঠিক নেতৃর্ত্বে বিভিন্ন এলাকা সঠিক ভাবে সঠিক পথে পরিচালিত হয়, সেই এলাকা থেকে উনাদের মনোনয়ন দেওয়া হয় নাই কেন?
নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রুমানা মাহমুদের কাছে অল্প ভোটে হেরে যান হেনরী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে তিনি সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ পান। এমন একজন প্রতিশ্রুতিময় প্রার্থীকে মনোনয়ন না দিয়ে কি ভুল করে নি দল?
হাজী মকবুল, হাজি সেলিমের কি দুষ? টাঙ্গাইলের রানা মনোনয়ন পেলে ফেনীতে জয়নাল হাজারী বাদ পড়ে কেন?
বললাম না, মনটা খারাপ। আসলেই খুব খারাপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।