আমাদের কথা খুঁজে নিন

   

আফসুস একটি সংক্রামক রোগ!!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
গত পৌনে তিন মাসের ব্লগ জীবন আমাকে শিখাইয়াছে আফসুস একটি ব্লগীয় সংক্রামক ব্যাধি। অন্যান্য অসুখের মত এই রোগের কোন টিকা বা প্রতিষেধক নাই, তাই যে কেউ যে কোনো মুহূর্তে আফসুসে আক্রান্ত হইয়া গড়াগড়ি খাইতে পারে। আফসুস খাওয়া রোগের লক্ষণ: ১. ধরা যাক আপনি একখানা ছিনেমা দেখিবেন বলিয়া সাব্যস্ত করিলেন এবং আরো ধরা যাক বহু খোঁজাখুঁজি করিয়া ম্যাক্স পেইন নামক ছিনেমাটি বগলদাবা করিয়া বাসায় ফিরিলেন। আই.এম.ডি.বি সাইট হইতে ছিনেমাটির সমালোচনা দেখিয়া খুব আনন্দ চিত্তে ডিভিডি প্লেয়ার অন করিতে যাইবার আগ মুহূর্তে যদি "মিস্তার পেইনের স্ত্রী হত্যার পরতিশোধ " নামক কোনো লেখা পড়েন তাহা হইলে আপনার মনের মধ্যে তৎক্ষণাৎ যে অনুভূতির উদয় হইবে তাহার নামই আফসুস। ২. আবার ধরা যাক (দুই হাত দিয়া নহে, মনে মনে) আপনি কোনো একখানি ট্রেনে করিয়া ভ্রমনে বাহির হইয়াছেন, শান্তি মত একখানা ঘুম দিবার অভিপ্রায়ে চোখ বন্ধকরা মাত্র যদি মিস ক্যান ক্যাংটা, মিস ঠ্যাং ন্যাং, মিস্তার টাড্ডে আর মিস্তার খাড্ডের প্যাংচি ম্যাউ প্যান ক্যাই ভচি চিন ম্যা ম্যা ব্লা ব্লা ব্লা ব্লা ফ্লা ফ্লা ফ্লা জাতীয় কথোপকথন আপনার কর্নকুহরে প্রবেশ করে তাহা হইলে দুই হাত কানে চাপিয়া ধরিয়া আনমনে বিড়বিড় করিয়া আপনি যাহা বলিবেন তাহাও আফসুস। অদ্যাবধি বিজ্ঞানীরা আপন চেষ্টা (যার-পর-নাই) করিয়াও আফসুস রোগের কোনো সঠিক প্রতিকার আবিষ্কার করিতে সক্ষম হন নাই। ছবি কৃতজ্ঞতা : সাইফুর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.