আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির রহস্য

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। এই পৃথিবী ছয় দিনের সৃষ্টি নয়।

প্রভূ হও বলায় মুহুর্তের সৃষ্টি নয়। আজকের এই পৃথিবী বহু কোটি বছরের সৃষ্টি। এই পৃথিবী সৃষ্টির শুরু ভূমন্ডল থেকে ভেসে আসা ধুলির কণা আর কণা পানির সংমিশ্রনে। পরে পৃথিবী ধীরে,ধীরে বাড়তে থাকে। আর পৃথিবী বাড়ার সাথে,সাথে তার বুক থেকে উত্তোলন হয় বৃক্ষ,গাছ,পালা,তরু,লতা।

উত্তোলন হয় মানুষ ব্যাতী অন্য প্রাণী। আর মানুষ আসে এই পৃথিবীতে অন্য কোন গ্রহ থেকে,কোন স্বর্গচ্যোত নন মানুষ। আর পৃথিবীর প্রথম মানুষ গুলো আকারে বড় ছিলেন। কালে,কালে মানুষ ছোট হয়। আর কালে,কালে মানুষ এক সময় মুরগীর বাচ্চার মত ছোট হবে।

তাহলে অন্য পশু,জন্তু,হিংস্র,বন্য প্রাণী কোথা থেকে আসা? ওরা মানুষেরই জাতী ভাই,মানে পেটে বাচ্চা ধারনকারী মাত্রই মানুষের জাতী ভাই। ওরা ভয়ংকর হলে মানুষ ওদের থেকে বিচ্ছেদ হয়। পরে কালে,কালে ওরাও নানা জাতীতে বিভক্ত হয়। আর মানুষ বিভক্ত হয় নানা গোত্রে। আর কালে,কালে মানুষের গোত্রের নেতাদের সৃষ্টিই হচ্ছে বর্তমান মানুষের ধর্ম।

ধর্ম কোন অদৃশ্য স্রষ্টার সৃষ্টি নয়,বরং মানুষই আল্লাহ,ঈশ্বর,ভগমানের সৃষ্টি কর্তা। মানুষই অদৃষ্টের নাম দিয়েছে আল্লাহ,ঈশ্বর,ভগমান। আর এক সৃষ্টি থেকেই সকল কিছুরই সৃষ্টি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।