আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির খেলা

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! . . . . . . . . . . ঘাসের বুকে শিশির ভেজা রোদ , তাই আলোর দেয়াল পেরিয়ে ঘাসফুলেদের ছুঁতে পারেনা হাওয়ার ঝাপটারা আর মাটি পায় সোঁদা গন্ধ কেবল, জলের তৃষ্ণা বেরেযায় শতগুণ। বাঁকা নদীর সরলতা বুঝেনা জল,তাই জল আর নদীর মিলহীন মিলন মহাকালের, জলের সাথে জোছনার প্রেম নদী পায় শুধু শূন্যতাটুকু। চাঁদের বোকে জোছনা থাকে চাঁদ কি আর ছুঁতে পায় তারে, পাহাড় ছোঁয় জোছনার দেহ!! এমনি করেই চলে সৃষ্টির খেলা নীরব অসাড়তায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।