হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
ধ্বংসযজ্ঞে মাতাল সারা বিশ্ব আজ
নীতি-নৈতিকতা অসাড় ঐ আগ্রাসনের সামনে,
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যে রক্তের হোলি খেলা-
তাতে জিতেছে কবে ক্ষত-বিক্ষত মানবতা?
গুহমানব থেকে শুরু করে আজ অব্দি-
সাম্যের সন্ধান মেলে নি;
দারিদ্র্যের সংজ্ঞা জিজ্ঞেস করে দেখো,
ধরার সব ভুখা-নাঙ্গা মানুষগুলোর কাছে একই রকম-
অনাহার-ক্লিষ্ট দেহ নিয়ে চারপাশে শত আয়োজন
বুভুক্ষু নয়নে লেহন করা!
সুউচ্চ অট্টালিকা বিস্ময়-মাখা চোখে দেখে যে পথশিশু,
তার অধিকারের খোঁজ কখন রেখেছে রাষ্ট্র আর তার নায়কেরা?
নিজ মাতৃভূমি কব্জার প্রতিবাদে
মর্টার বুকে নেয় যে টগবগে তরুন,
সে কি জানে তার রক্তের দাম
তেল-গ্যাসের চাইতেও অনেক বেশি নগন্য?
ধর্মের দোহাই দিয়ে আত্মঘাতী হয় যে যুবক,
সে কি জানবে কখনো-
ধর্মের রাজনীতিতে সে এক ক্রীড়নক?
যুগে যুগে কত তন্ত্রের কথা বলে ঐ বুর্জোয়া গোষ্ঠী,
বদলায়নি মেহনতি মানুষের ভাগ্যের চাকা একটুও-
বদলেছে ঐ লুটেরা শাসকের ভোগের মুখোশ,
অভাব রয়ে গেছে গরীবের আস্তিনে;
লিপ্সার দাবানলে পুড়ছে জনগণ,
জ্বলছে মহাদেশ দখলের কৌশলে;
বাজি রেখে বলতে পারি, স্প্লিন্টার-বিদ্ধ অবু্ঝ শিশুটিকে দেখে
অশ্রুসজল হয় ঈশ্বর-ও!
বিধাতা, তারপরও তুমি কিভাবে নীরব চেয়ে রও?
অতি তুচ্ছ হয়েও-
তোমার জন্য আজ সত্যিই বড় করুনা হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।