আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির আগে

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল সৃষ্টির আগে এখানে ছিল না কোন বীতংস মায়াজাল। নির্জন সাক্ষর রেখে গেছে অরিন্দমের দল - অপরিপক্ব হাতে গড়া হিসেবের খাতা- মৌনতার সূর ছিল অবিচল। টনক বোধে ক্ষুরধারের ব্যাবচ্ছেদ - জন্ম হয়েছিল পরজীবী স্বত্বা- দুর্নিরীক্ষ্য প্রতিবিম্বের ধৃষ্টতায় প্রজ্বলিত ছিল হতাশা। এই সব দেখছে দু নয়ন-সৃষ্টির আগে থেকে শুরু ইতিহাস আর করুনার ছন্দপতন।

ভৃত্য ছিলাম বেশ , সবুজের ছত্রছায়ায়- দিগ্নিদিকে আমৃত্যু কলরব- পাখিরা ছিল মুক্ত , নীলাম্বরীর সফেদ মেঘমালায়। সেই সব দিন হারিয়েছে- সৃষ্টির শুরু যেখানে- শুন্যতা সেখানে পালায়। কবিতায় খুঁজেছি কত - শরীরে ভেজা মাটির গন্ধ- বুনো হাস খেলেছে কত দীঘির কালো জলে। অতিশয় ব্যার্থ কবি - ছন্দ খুঁজেছি - পতিতার নোংরা যোনির অন্ধকার কুটুরে। নেই ভালবাসা - আছে বুনো যৌনতা - পৃথিবীর সাদা মানুষের মনে- কোলাহলের তীক্ষ্ণ আওয়াজে অগাধ বিশ্বাস আপন মনে গুংরে মরে।

হাজার বছরের এই নাগরিক যন্ত্রণা- অবিশ্বাসী তবুও অবরুদ্ধ- ডাকসাইটে সৃষ্টির মহিমা। এই সব আমি পেয়েছি- আমি পেয়েছি নিন্দ্রথিত কল্পনার ঘরে- পৃথিবী ছিল সহিষ্ণু - বিভাজনহীন - ভালবাসার তীব্র বাঁধনে। সৃষ্টির আগে আমি জন্মাইনি-স্বর্গে করি নি বিচরন-স্রস্টার কাছে মিনতি-পৃথিবী হোক স্বর্গের মতন। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।