অবশেষে, পথের শেষে,এসে আমি পথহারা। হেটে চলি একা-একা, শুধুই একা।
যখন আধাঁর হারিয়ে যায়,আধাঁরের সীমানায়
বৃষ্টির শব্দ অথবা রোদ্রের স্পর্শ
আর কিছুই নেই তো বাকি,
আর কতবার বুঝাতে হবে
হ্যা আমি ভালোবাসি,
আমি ভালোবাসি।।
অযথাই কথা বলা হয়,
আর আযথাই হাত ধরা রয়
কিন্তু সর্বনাশের ঘন্টা বাজে,
ঐ দেখ মৃত্যুর দূত
এখন কি তুমি বলবে,কেন এ ভালোবাসা?
মরা ঈশ্বরকে জিজ্ঞেস কর
সবই তো তার লীলাখেলা
অথবা মায়া,
সৃষ্টির মায়া।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।