আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির খোঁজে

A passionate writer

সৃষ্টির খোঁজে - হোসাইন আব্দুল হাই শান্ত স্নিগ্ধ মনোরম সন্ধ্যা গোধুলীর আভা ছুঁয়ে রয়েছে কোথাও ট্রাবেন ট্রারবাক পাহাড়ের গায়ে সবুজাভ কালো গালিচা রাইন নদীর বুক চিরে শুভ্র বরফের আস্তরণ ভেদ করে এগিয়ে চলেছে উন্মাদ সুন্দর থেকে সুন্দরতর সৃষ্টির খোঁজে। শত বছরের ইতিহাস বুকে নিয়ে ঠাঁই দাঁড়িয়ে দূর্গের দেয়ালগুলো যার গায়ে কামানের গোলার ক্ষত আবার কোনটির চূড়ায় আস্ত কামানের নল মাঝে মাঝে পাখা ঝাপটিয়ে পাখিদের ঘরে ফেরার ব্যস্ততার শব্দ ঘরে ফেরার তাড়া নেই শুধু রহস্যভেদী এই বদ্ধ উন্মাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।