আমাদের কথা খুঁজে নিন

   

একজন মারিয়া কিংবা Vampire Woman !

তিনি নিজেকে প্রথম শয়তান মহিলা (Demon Woman) ভাবেন ! কে তিনি ? তাকে নিশ্চয়ই চেনেন তিনি হলেন María José Cristerna .এই ৩৭ বছর বয়স্ক রমণীর জন্ম এক রক্ষণশীল ক্যাথলিক পরিবারে,স্থান ? মেক্সিকোর জাপোপান সিটি । চার সন্তানের (১০-১৫ বছরের মধ্যে যাদের বয়স) এই জননী থাকেন মেক্সিকোর গুয়াদালহারাতে । তিনি প্রথম ট্যাটু করান ১৪ বছর বয়সে যখন তাঁর বাবা তাকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন কাজের সুবাদে । পেশায় আইনজীবী মারিয়া ১৭ বছর বয়সে বাবা-মার অমতে বিয়ে করেন । মারিয়ার ভাষ্যমতে, "I thought that he was the one,He made me laugh, and… oh boy! When you fall in love, you do stupid things. He was a drug addict and came from a twisted family, and a few years later I was supporting four children and being beaten by the same man who’d made me laugh. I felt as though I was going to die.” দীর্ঘ ১০ বছর তিনি তাঁর ভালবাসার মানুষটির কাছ থেকে শারীরিক-মানুষিক দুভাবেই চরমভাবে নিগৃহীত হয়েছেন ।

তাঁর মাথায় রেডিও পর্যন্ত ভাঙা হয়েছে অবশেষে ২০০১ সালে তিনি তাঁর সন্তানদের নিয়ে চলে আসেন এবং আলাদা থাকতে শুরু করেন । এক বছর সময়কাল তিনি আইন সহকারী হিসেবে স্থানীয় আদালতে কাজ করেছেন । এরপর তিনি একটি ট্যাটু শপ (Bodily Addiction) চালু করেন তাঁর বাসায় এবং এরপর থেকেই নিজের শরীরের উপর নির্বিঘ্নে Body Modification চালাতে থাকেন । তিনি ট্যাটু আর্টিস্ট এবং Suspension Artist ও বটে ! (Suspension Artist রা দেহকে ধাতব হুক আর শিকলের মাধ্যমে নিজেকে ঝুলিয়ে রাখেন ভূমি থেকে উপরে এবং এভাবে শারীরিক কসরত দেখান । ) মূলতঃ আবেগের বশবর্তী হয়ে ট্যাটু করা শুরু করলেও এটা তাঁর নেশায় পরিণত হয় ।

আর সেই ১০ বছরের অন্ধকার সময়টুকু ভুলতেও তাঁর কিছু করা লাগত,একেবারে নিজের জন্য । তিনি নিজেকে Adam এর প্রথম স্ত্রী Lilith (ইহুদী মিথলজি) এর মত (কাল্পনিক) করে নিজেকে সাজাতে থাকেন । তাঁর শরীরের ৯৬-৯৮% অংশই ট্যাটু করা এমনকি মাথাও বাদ যায়নি ! মাথাতে ৪টি শিং সদৃশ জিনিস লাগিয়েছেন,বুকে ও হাতে ৬টি টেফলন ইমপ্লান্ট করেছেন,নেকড়ের মত দাঁত লাগিয়েছেন,জিভ,ভ্রূ,নাক,কান,ঠোঁট প্রভৃতি যায়গায় Pierce করেছেন আর অসংখ্য ট্যাটু করেছেন সারা শরীরে । চোখের পাতাকেও Modified করেছেন এবং তিনি সবসময় চোখে লেন্স পড়ে থাকেন । এসব করে নিজেকে তিনি যোদ্ধা মানেন কেননা ১০ বছরের অত্যাচার থেকে মুক্তি পাওয়া তো যুদ্ধজয় করার মতই ব্যাপার ।

তাঁর কথায়, “Everyone is modified by things such as pregnancy, aging or losing teeth, but getting tattoos and body mods helped me to think of myself as a warrior,It was particularly important to me when my face was tattooed, as it’s the most sacred part of the body, and the modifications to it make me feel so much stronger.” ২০০৩ সাল থেকে তিনি তাঁর Partner ডেভিড এর সাথে একসাথে থাকছেন । ডেভিড তাঁকে উৎসাহিতই করেন ট্যাটুর ব্যাপারে এবং তিনিও তাই চান । তাঁর ছেলে-মেয়েরা তাঁকে "বাবা" ডাকে,এতে ডেভিড আনন্দিতই ! ধর্ম সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, "“I’m not interested in religion at all,through the years, I’ve realised that God is the energy that lives inside us and we decide what to do with that energy.” সর্বশেষ National Geographic Channel তাঁদের Taboo সিরিজের একটি পর্বে (Alternative Bodies) ২০১০ সালে মারিয়াকে উপস্থাপন করেছে । তিনি এখন মেক্সিকোর তারকায় পরিণত হয়েছেন । যদিও আশেপাশের মানুষ তাঁকে একটু ভয়ের চোখেই দেখে তবুও তিনি এইভেবে সুখী যে তাঁর সন্তানেরা তাঁকে ভয় পায়না ।

আর সন্তানদের যতটুকু সময় একজন মা দিয়ে থাকেন,তিনিও ততটুকুই দেন । অবসর সময়ে তিনি Percussion বাজান আর ভিডিও তৈরি করেন Eva Lumbre নামের এক হেভি মেটাল ব্যান্ডের জন্য । তথ্যসূত্র : Bizarre Magazine,National Geographic and Reuters.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.