আমাদের কথা খুঁজে নিন

   

অনেকের গল্প

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... ১. কিশোরী: আচ্ছা শুধুই............................তোমায় বলছি ................কাউকে বোলো না?.................... কথা দিলে তো.......................থাকবে নীরব? একদিন, জানো.....................সেদিন আমি ......................একলা ছিলাম.................... আচ্ছা, না থাক...................বাদ দাও ওসব ! ২. কিশোর: ওই মেয়েটা........................এমন কেন? .................চোখের পাতায়................... বিশ্ব কাঁপায়..........................কী যন্ত্রণা ! কী আছে তার...................এক চিলতে ...................ওই হাসিটায় -............... খুন হয়ে যাই?..................তা মন্দ না ! ৩. ছেলেটা যেই ছেলেটা.........................অন্ধকারে ..................জন্ম থেকেই.................... ঝড়ের তোড়ে..................নাও বেয়েছে সেই ছেলেটাই....................এখন হঠাৎ ....................আলো দেখেই................ ভয় পেয়েছে !....................ভয় পেয়েছে ! তাদের প্রতি আমি: কিশোরী'কে: থাকবে কেন...................টুকরো মেয়ে ...................বুঝে গেছো.................. বিশ্ব চলে....................কার আদেশে? কিশোর'কে: ওই মেয়েটা'ও....................জানো ভীষণ ....................স্পর্শকাতর.................... গভীর দুঃখে....................খুব কাঁদে সে ! ওই ছেলেটাকে কী বলব আর....................তোকে আমি ....................অন্ধকারের.................... প্রাণী আমরা....................সেই কবেকার ক্ষুদ্র মানুষ................................... এত্ত বড় ....................মন কেন তোর?................... কী বলব আর?....................কী বলব আর ! # ১, ২, ৩ - বিভিন্ন সময়ে লেখা আলাদা তিন'টা কবিতা। পোস্ট করতে এসে "তাদের প্রতি আমি" নামে একটা অংশ এইমাত্র লিখে জুড়ে দিলাম। তবু ওই তিন'টা আলাদাই থাকে। # মাঝে এতগুলো ডটের ঝড় - লাইনের স্পেসিং বুঝানোর জন্যই। ডট দেবার আইডিয়াটা পেয়েছি তানিম-এর কাছ থেকে। প্যাটার্ন'টা না রাখলে এ কবিতা'য় আর কিছু থাকে না! এতসব ডট-টট দিয়ে যা বোঝাতে চাইলাম, কবিতা'র প্রতিটা তিন লাইনের স্তবক ক্রস (X) প্যাটার্নের। শব্দগুলো জায়গামত রেখে 'ডট'গুলো নেই কল্পনা করুন? বোঝাতে পারলাম কিনা কে জানে !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.