আমি এক নির্ভীক তিতুমীর
এইডস্ নিয়ে আমরা সবাই কম বেশি জানি। এই রোগটি যেমন প্রানঘাতি তেমনি লজ্জা জনকও বটে। যদি কহারও এইডস্ হয় তবে কারন হিসাবে সবাই আগে অবাধ যৌনাচার কেই প্রধান্য দেবে। যদিও অনেক ভাবেই ইনফেক্টেড হওয়ার সম্ভবনা আছে। তাই আমরা অনেকেই এই ব্যাপারে কম বেশি সচেতন।
কিন্তু একটা ব্যাপার অনেকের কাছেই অজানা সেটা হল হেপাটাইটিস ১০০ বেশি দ্রুত ইনফেকশন করার ক্ষমতা রাখে। আর হেপাটাইটিস নষ্ট করে দেয় আমাদের যকৃত। হার্টের পর যকৃত হচ্ছে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপুর্ন। কাহারও যদি একটি কিডনি নষ্ট হয় তবে অপরটি দিয়ে বেচে থাকা সম্ভব। কিন্তু যকৃত নষ্ট হলে আমাদের মৃত্যু ছারা কোন অপশন নাই।
যকৃত ট্রন্সপ্লান্ট করা যায় বা কিছু ইনফেক্টেড সেল রিমুভ করে কিছু নতুন সেল যোগ করা যায়। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যায়বহুল যে আমাদের সবার পক্ষে এই চিকিৎসা নেওয়া সম্ভব না। আর আমি যতদুর জানি আমাদের দেশে এই চিকিৎসা করার ব্যাবস্হা নেই।
আমরা সবাই প্রতিনিয়ত বাহিরে বিভিন্ন যায়গায় ফুসকা ব চটপটি খেয়ে থাকি। সেখানে যে পানি ব্যাবহার করা হয় সেটা পুরই অসাস্হ্যকর।
যার মাধ্যমে হেপাটাইটিস ছরাতে পারে। কারন আমাদের এই ঢাকাতে প্রায়ই ওয়াসা আর স্যুয়ারেজ মিশে একাকার হয়ে যায়।
ভাই আসুন আমরা সকলেই হেপাটাইটিস ভ্যাকসিন নেই। আর সকলের মধ্যে
সচেতনতা বাড়াই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।