আমাদের কথা খুঁজে নিন

   

আইভীর দোয়া, শামীমের মেওয়া

চাই শুধু নিরবিচ্ছিন্ন নিরপত্তা নিজেকে বিকশিত করার জন্য। । 05 Nov 2011 02:54:19 PM Saturday BdST আইভীর দোয়া, শামীমের মেওয়া মাহবুব মিঠু, কন্ট্রিবিউটিং এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম দ্রুত বদলে যাচ্ছে নির্বাচন পরবর্তী নারায়ণগঞ্জ। এখনো হতাশ হবার মতো কিছুই ঘটেনি, তবে ইঙ্গিতটা সে রকমই। বিজয় ছিনিয়ে আনার সেই অকুতোভয় জনতাকে সরিয়ে পর্দায় আবারো সরব হচ্ছেন রাজনীতিকরা।

রাজনীতিকরা তাদের চরিত্র না পাল্টিয়ে, ভোটাররা সচেতন হবার কারণে শুরু করেছে নতুন ‘কথার প্রতারণার’ ফাঁদ। আগের লেখায় সে কারণে বলেছিলাম, আইভীর মূল পরীক্ষাটা এখানেই। নির্বাচনে জিতে আসায় আইভীর যতোটা না কৃতিত্ব তার চেয়ে বেশি কৃতিত্ব ছিল জনগণের। কিন্তু নির্বাচন পরবর্তী কার্যকলাপের কৃতিত্ব এবং দায়ভারের সাথে সাথে ব্যর্থতার কলংক পুরোটাই নিতে হবে আইভীকে। এখনো পর্যন্ত আইভী বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।

নির্বাচনে জিতে জনগণকে সাধুবাদ জানানোর পাশাপাশি দলের কাছেও ছুটে গেছেন। তিনি জানেন, দলগুলো মুখে যতো ন্যায়নীতির কথা বলুক না কেন আনুগত্য ছাড়া বাজেট নেই। যে জনগণ তাকে এতো ত্যাগ স্বীকার করে মেয়র বানালো, কিছু যদি নাই দিতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। ঠিকই আছে, আজ অব্দি উনি যা করেছেন এবং বলেছেন। তবে এই করাটা এবং বলার পাল্লা যেন সব সময় দলের চেয়ে জনতার দিকে বেশি হেলে থাকে, সেটা মনে রাখলেই চলবে।

বাকীটার জন্য নিচের লিংক দেখুন- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.